ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
শাহরাস্তিতে

ভুট্টা ও সরিষা চাষে আনসার কমান্ডার ছাত্তারের বাজিমাত, দাম নিয়ে হতাশ

সামাজিক ও মানব কল্যানমুখী কর্মকান্ডের পাশা-পাশি স্বপ্ন দেখছেন স্বাবলম্বী হওয়ার, সে স্বপ্নকে বুকে লালন করে দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত এক টুকরো জমিও, থাকবেনা খালি, এ স্লোগানকে বুকে ধারন করে উপজেলা আনসার কোম্পানী কমান্ডার আ: ছাত্তার মজুমদার আনসার ভিডিপির বিভাগীয় প্রশিক্ষনের মাধ্যমে শুরু করেন সরিষা ও ভুট্রা চাষ ।

Model Hospital

স্বপ্ন যেন বাস্তবে ধরা দিয়েছে, বাম্পার ফলনে ঘরে তুলেছেন ভুট্রা ও সরিষা। ভালো ফলনে অনেকটা আশাবাদী হলেও সম্ভাবনাময় ভুট্রার দাম নিয়ে অনেকটা হতাশ আনসার কমান্ডার আ: ছাত্তার।

মিল গেটে প্রতি মণ ভুট্রা ১৪ শত থেকে ১৬ শত টাকা দাম থাকলে ও পাইকারী বাজারে ৮ শত থেকে ৯ শত টাকা। এ বিষয়ে আনসার কোম্পানী কমান্ডার আ: ছাত্তার মজুমদার জানান, আনসার ভিডিপির বিভাগীয় প্রশিক্ষনের মাধ্যমে সরিষা ও ভুট্রা চাষে উদ্বুদ্ধ হই। আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক থেকে ২ লক্ষ টাকা নিয়ে আবাদ শুরু করি। আমার কোন জমি নেই, সরিষার জন্য ৫৪ শতক ও ভুট্রার জন্য ৮৪ শতক জমি বর্গা নিয়ে নিজে খাটুনি খেটে সরিষা ও ভুট্রা চাষ করি।

এ কাজে আমার সাথে সহযোগিতা করেছেন সূচীপাড়া উত্তর ইউনিয়ন আনসার ভিডিপির দলনেতা মো: মনোয়ার হোসেন । সরিষা আবাদে প্রায় ২০ মন ও ভুট্রা আবাদে ১ শত ২০ মন ফলন পেয়েছি। সরিষায় ভালো দাম ফেলেও ভুট্রার ফলনে আশানুরুপ দাম পাচ্ছি না। দেশীয় পণ্য দাম বাড়িয়ে, জনগণকে উৎপাদনমুখী ও বিদেশ থেকে খাদ্য শস্য আমদানী না করে দেশীয় পণ্যর উপর গুরুত্বরোপ করার আহবান জানান। সে সাথে প্রধানমন্ত্রীর ঘোষনাকে কাজে লাগিয়ে, প্রতিটি জমি ,পরিত্যাক্ত জমি, আনসার ভিডিপির সদস্যদের সামাজিক কর্মকান্ডের পাশা-পাশি, ধান,গম,ভুট্রা,সরিষা,আলু,পেয়াজ, রসুন, সহ উৎপাদনমুখী কৃষি কাজে অংশগ্রহনের জন্য সারাদেশের আনসার ভিডিপির সদস্যদের প্রতি আহবান জানান তিনি।

এ দিকে আনসার কোম্পানী কমান্ডার আ: ছাত্তার মজুমদারের সরিষা ও ভুট্রার বাম্পার ফলন দেখতে তার বাড়ীতে ছুটে যান শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহীদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আয়শা আক্তার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আয়েশা আক্তার, টামটা দক্ষিন ইউনিয়ন চেয়ারম্যান মো: জহিরুল আলম ভুইয়াঁ মানিক সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।

ট্যাগস :

হাইমচরে নুরুল ইসলাম পাটওয়ারীর মৃত্যুতে বিভিন্ন মহলে শোক: জানাযায় হাজারো মানুষ

শাহরাস্তিতে

ভুট্টা ও সরিষা চাষে আনসার কমান্ডার ছাত্তারের বাজিমাত, দাম নিয়ে হতাশ

আপডেট সময় : ০৯:২৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩

সামাজিক ও মানব কল্যানমুখী কর্মকান্ডের পাশা-পাশি স্বপ্ন দেখছেন স্বাবলম্বী হওয়ার, সে স্বপ্নকে বুকে লালন করে দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত এক টুকরো জমিও, থাকবেনা খালি, এ স্লোগানকে বুকে ধারন করে উপজেলা আনসার কোম্পানী কমান্ডার আ: ছাত্তার মজুমদার আনসার ভিডিপির বিভাগীয় প্রশিক্ষনের মাধ্যমে শুরু করেন সরিষা ও ভুট্রা চাষ ।

Model Hospital

স্বপ্ন যেন বাস্তবে ধরা দিয়েছে, বাম্পার ফলনে ঘরে তুলেছেন ভুট্রা ও সরিষা। ভালো ফলনে অনেকটা আশাবাদী হলেও সম্ভাবনাময় ভুট্রার দাম নিয়ে অনেকটা হতাশ আনসার কমান্ডার আ: ছাত্তার।

মিল গেটে প্রতি মণ ভুট্রা ১৪ শত থেকে ১৬ শত টাকা দাম থাকলে ও পাইকারী বাজারে ৮ শত থেকে ৯ শত টাকা। এ বিষয়ে আনসার কোম্পানী কমান্ডার আ: ছাত্তার মজুমদার জানান, আনসার ভিডিপির বিভাগীয় প্রশিক্ষনের মাধ্যমে সরিষা ও ভুট্রা চাষে উদ্বুদ্ধ হই। আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক থেকে ২ লক্ষ টাকা নিয়ে আবাদ শুরু করি। আমার কোন জমি নেই, সরিষার জন্য ৫৪ শতক ও ভুট্রার জন্য ৮৪ শতক জমি বর্গা নিয়ে নিজে খাটুনি খেটে সরিষা ও ভুট্রা চাষ করি।

এ কাজে আমার সাথে সহযোগিতা করেছেন সূচীপাড়া উত্তর ইউনিয়ন আনসার ভিডিপির দলনেতা মো: মনোয়ার হোসেন । সরিষা আবাদে প্রায় ২০ মন ও ভুট্রা আবাদে ১ শত ২০ মন ফলন পেয়েছি। সরিষায় ভালো দাম ফেলেও ভুট্রার ফলনে আশানুরুপ দাম পাচ্ছি না। দেশীয় পণ্য দাম বাড়িয়ে, জনগণকে উৎপাদনমুখী ও বিদেশ থেকে খাদ্য শস্য আমদানী না করে দেশীয় পণ্যর উপর গুরুত্বরোপ করার আহবান জানান। সে সাথে প্রধানমন্ত্রীর ঘোষনাকে কাজে লাগিয়ে, প্রতিটি জমি ,পরিত্যাক্ত জমি, আনসার ভিডিপির সদস্যদের সামাজিক কর্মকান্ডের পাশা-পাশি, ধান,গম,ভুট্রা,সরিষা,আলু,পেয়াজ, রসুন, সহ উৎপাদনমুখী কৃষি কাজে অংশগ্রহনের জন্য সারাদেশের আনসার ভিডিপির সদস্যদের প্রতি আহবান জানান তিনি।

এ দিকে আনসার কোম্পানী কমান্ডার আ: ছাত্তার মজুমদারের সরিষা ও ভুট্রার বাম্পার ফলন দেখতে তার বাড়ীতে ছুটে যান শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহীদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আয়শা আক্তার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আয়েশা আক্তার, টামটা দক্ষিন ইউনিয়ন চেয়ারম্যান মো: জহিরুল আলম ভুইয়াঁ মানিক সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।