ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪, ১০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে বাঁধভাঙ্গা উল্লাসে মেতেছে চাঁদপুরবাসী

মাসুদ হোসেন : বিশ্বকাপের জয়ের উল্লাসে মেতেছে সারা দেশের আর্জেন্টিনা সমর্থকরা। কোন অংশে কমতি ছিল না চাঁদপুর জেলার ফুটবল প্রেমীদের কাছেও। স্লোগানে স্লোগানে মুখরিত জেলার সড়ক থেকে অলিগলি পর্যন্ত। ৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে আনন্দে আত্মহারা ফুটবলপ্রেমীরা।
বাঁধভাঙা উচ্ছ্বাসে তারা আর্জেন্টিনার জার্সি পড়ে ও পতাকা হাতে নিয়ে ঢাকঢোল-বাঁশির তালে বিজয়োল্লাসে মাতায়ারা হাজার হাজার ফুটবলপ্রেমী। স্লোগানে স্লোগানে মুখরিত চাঁদপুরের অলিগলি। প্রিয় দল ও খেলোয়াড়ের নামে স্লোগান দিয়ে বিজয়ের বার্তা জানান দেন শিশু থেকে শুরু করে বৃদ্ধ সমর্থকরা।
প্রায় ৪ হাজার কিলোমিটার দূরের দেশ কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলের শ্বাসরুদ্ধকর ম্যাচে ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের উৎসব ছড়িয়ে পড়ে পুরো চাঁদপুরজুড়ে। পতাকা আর জার্সি গায়ে বের করা হয় নান্দনিক শোভাযাত্রা। রোববার (১৮ ডিসেম্বর) সন্ধ্যার আগেই চাঁদপুরের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখতে ভিড় করেন হাজার হাজার দর্শক।
খেলার প্রথমার্ধে ২ গোলে এগিয়ে থাকা আর্জেন্টিার জালে দ্বিতীয়ার্ধে এমবাপ্পের দুবার বল জড়ানোর মধ্য দিয়ে সমতায় ফেরে। ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে তৃতীয় বারের মতো বিশ্বকাপ জিতেছে মেসির আর্জেন্টিনা। ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে জয়ের মাধ্যমে ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব পেল দক্ষিণ আমেরিকান এই দেশটি।
এদিকে আর্জেন্টিনা ফুটবল বিশ্বকাপ জয়ের আনন্দে সোমবার (১৯ ডিসেম্বর) দিনব্যাপী চাঁদপুরের বিভিন্ন শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলেও আনন্দ মিছিল বের করেন আর্জেন্টিনার সমর্থকরা। করা হয় বিভিন্ন আয়োজনও।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঘূর্ণিঝড় দানা: চাঁদপুর থেকে সব রুটে লঞ্চ চলাচল বন্ধ

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে বাঁধভাঙ্গা উল্লাসে মেতেছে চাঁদপুরবাসী

আপডেট সময় : ০২:০৮:৩১ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২
মাসুদ হোসেন : বিশ্বকাপের জয়ের উল্লাসে মেতেছে সারা দেশের আর্জেন্টিনা সমর্থকরা। কোন অংশে কমতি ছিল না চাঁদপুর জেলার ফুটবল প্রেমীদের কাছেও। স্লোগানে স্লোগানে মুখরিত জেলার সড়ক থেকে অলিগলি পর্যন্ত। ৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে আনন্দে আত্মহারা ফুটবলপ্রেমীরা।
বাঁধভাঙা উচ্ছ্বাসে তারা আর্জেন্টিনার জার্সি পড়ে ও পতাকা হাতে নিয়ে ঢাকঢোল-বাঁশির তালে বিজয়োল্লাসে মাতায়ারা হাজার হাজার ফুটবলপ্রেমী। স্লোগানে স্লোগানে মুখরিত চাঁদপুরের অলিগলি। প্রিয় দল ও খেলোয়াড়ের নামে স্লোগান দিয়ে বিজয়ের বার্তা জানান দেন শিশু থেকে শুরু করে বৃদ্ধ সমর্থকরা।
প্রায় ৪ হাজার কিলোমিটার দূরের দেশ কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলের শ্বাসরুদ্ধকর ম্যাচে ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের উৎসব ছড়িয়ে পড়ে পুরো চাঁদপুরজুড়ে। পতাকা আর জার্সি গায়ে বের করা হয় নান্দনিক শোভাযাত্রা। রোববার (১৮ ডিসেম্বর) সন্ধ্যার আগেই চাঁদপুরের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখতে ভিড় করেন হাজার হাজার দর্শক।
খেলার প্রথমার্ধে ২ গোলে এগিয়ে থাকা আর্জেন্টিার জালে দ্বিতীয়ার্ধে এমবাপ্পের দুবার বল জড়ানোর মধ্য দিয়ে সমতায় ফেরে। ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে তৃতীয় বারের মতো বিশ্বকাপ জিতেছে মেসির আর্জেন্টিনা। ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে জয়ের মাধ্যমে ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব পেল দক্ষিণ আমেরিকান এই দেশটি।
এদিকে আর্জেন্টিনা ফুটবল বিশ্বকাপ জয়ের আনন্দে সোমবার (১৯ ডিসেম্বর) দিনব্যাপী চাঁদপুরের বিভিন্ন শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলেও আনন্দ মিছিল বের করেন আর্জেন্টিনার সমর্থকরা। করা হয় বিভিন্ন আয়োজনও।