সজীব খান : চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে টানা তৃতীয় বারের মতো সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ নাজির হোসেন। তিনি ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য হিসেবে এবারের নির্বাচনে ফুটবল প্রতিক নিয়ে জয়লাভ করেন। এর আগে তিনি ২০১১ ও ২০১৬ সালের নির্বাচনে মোরগ প্রতিক নিয়ে লড়াই করে জয়লাভ করেন। তার সততা ও কর্ম দক্ষতার কারনে তিনি দুই মেয়াদেই প্যানেল চেয়ারম্যান মনোনীত হয়েছিলেন।
তৃতীয় বার অর্থাৎ এবারের নির্বাচনে প্রতিদ্বন্ধী প্রার্থী মোরগ প্রতিক পাওয়ায় তিনি ফুটবল প্রতিকে নির্বাচনে জয়লাভ করে হ্যাটট্রিক করেন। তিনি এলাকাবাসীর সার্বিক কল্যাণে কাজ করতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
জানা যায়, নাজির হোসেন একজন প্রবীন সমাজসেবক আওয়ামী লীগ নেতা। ব্যক্তি জীবনে তিনি একজন নির্লোভ জন প্রতিনিধি। যার প্রমান এলাকাবাসীই জানা রয়েছে। তিনি সকল প্রকার লোভ লালসার উর্ধ্বে থেকে এলাকাবাসীর কল্যাণে কাজ করে আসছেন। সেবা করার মাধ্যমে সবসময় চেষ্টা করেন এলাকাবাসীর পাশে থাকতে।
ইউনিয়ন পরিষদের মৌলিক সেবা জনগণের দৌরগোড়ায় পৌছে দিতে সদা সর্বদা চেষ্টা করেন । তার প্রতিনিধিত্ব ও ভালোবাসায় সিক্ত এলাকাবাসী। তাই এলাকাবাসীও তাকে ভালোবেসে ও যোগ্য নেতা হিসেবে বারবার ভোট দিয়ে জয়যুক্ত করছেন।