ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

অমিয় রঞ্জন দে মনু মেম্বারের শ্রাদ্ধ ক্রিয়াদি সম্পন্ন

শাহরাস্তি উপজেলা সূচিপাড়া উত্তর ইউপির বিশিষ্ট ধর্মানুরাগী, জমিদার স্বর্গীয় শ্রী রাজেন্দ্র মোহন দে পন্ডিতের ১১ জন পুত্র কন্যার কনিষ্ঠ ছেলে দুই বারের জনপ্রিয় ইউপি সদস্য অমিয় রঞ্জন দে (মনু মেম্বার) এর শ্রাদ্ধানুষ্ঠান ক্রীয়া-কর্মাদি সম্পন্ন হয়েছে।

ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশের মধ্য দিয়ে গত ৫ ফেব্রুয়ারি রোজ বুধবার সূচিপাড়া মনু মেম্বারের বাড়িতে আয়োজিত শ্রাদ্ধ অনুষ্ঠানে আত্মীয়-পরিজন এদিন সকালেই অনুষ্ঠানস্থলে উপস্থিত হন।

প্রয়াত অমিয় রঞ্জন দে (মনু মেম্বারের) আত্মার শান্তি কামনায় বাচ্য বাচক হিসেবে উপস্থিত ছিলেন পার্থ সারথী চক্রবর্তী (পন্ডিত), শ্রীমদ্ভগবদগীতা পাঠে ছিলেন বাবু স্বপন চক্রবর্তী, গীতা পাঠ ও রাতে হরি লোট অনুষ্ঠিত হয়।

সকাল ৮টা থেকে বিকেল ৪টায় শেষ হয় শ্রাদ্ধ ক্রিয়াদি অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা।

Model Hospital

আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রয়াতের ছোট ছেলে বাখরাবাদ গ্যাস ডিস্টিবিউশন কোঃ লিঃ এ কর্মরত কানাই লাল দে (বাপ্পী)। তিনি তার পিতার আত্মার সন্তুষ্টি কামনায় সকলের নিকট আশীর্বাদ কামনা করেন।

উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি ২০২৫- দুপুরে অমিয় রঞ্জন দে (মনু মেম্বার) পরলোকগমন করেন (দিব্যান লোকান স গচ্ছতু)।

পরলোক গমনকালে তাহার বয়স ছিলো ৭৪ বছর, ২ ছেলে, ২ মেয়ে ও স্ত্রী নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

তাঁর পিতা শ্রী রাজেন্দ্র মোহন দে পণ্ডিত ছিলেন ওই এলাকার জমিদার।

ট্যাগস :

অমিয় রঞ্জন দে মনু মেম্বারের শ্রাদ্ধ ক্রিয়াদি সম্পন্ন

আপডেট সময় : ১০:৪০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫

শাহরাস্তি উপজেলা সূচিপাড়া উত্তর ইউপির বিশিষ্ট ধর্মানুরাগী, জমিদার স্বর্গীয় শ্রী রাজেন্দ্র মোহন দে পন্ডিতের ১১ জন পুত্র কন্যার কনিষ্ঠ ছেলে দুই বারের জনপ্রিয় ইউপি সদস্য অমিয় রঞ্জন দে (মনু মেম্বার) এর শ্রাদ্ধানুষ্ঠান ক্রীয়া-কর্মাদি সম্পন্ন হয়েছে।

ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশের মধ্য দিয়ে গত ৫ ফেব্রুয়ারি রোজ বুধবার সূচিপাড়া মনু মেম্বারের বাড়িতে আয়োজিত শ্রাদ্ধ অনুষ্ঠানে আত্মীয়-পরিজন এদিন সকালেই অনুষ্ঠানস্থলে উপস্থিত হন।

প্রয়াত অমিয় রঞ্জন দে (মনু মেম্বারের) আত্মার শান্তি কামনায় বাচ্য বাচক হিসেবে উপস্থিত ছিলেন পার্থ সারথী চক্রবর্তী (পন্ডিত), শ্রীমদ্ভগবদগীতা পাঠে ছিলেন বাবু স্বপন চক্রবর্তী, গীতা পাঠ ও রাতে হরি লোট অনুষ্ঠিত হয়।

সকাল ৮টা থেকে বিকেল ৪টায় শেষ হয় শ্রাদ্ধ ক্রিয়াদি অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা।

Model Hospital

আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রয়াতের ছোট ছেলে বাখরাবাদ গ্যাস ডিস্টিবিউশন কোঃ লিঃ এ কর্মরত কানাই লাল দে (বাপ্পী)। তিনি তার পিতার আত্মার সন্তুষ্টি কামনায় সকলের নিকট আশীর্বাদ কামনা করেন।

উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি ২০২৫- দুপুরে অমিয় রঞ্জন দে (মনু মেম্বার) পরলোকগমন করেন (দিব্যান লোকান স গচ্ছতু)।

পরলোক গমনকালে তাহার বয়স ছিলো ৭৪ বছর, ২ ছেলে, ২ মেয়ে ও স্ত্রী নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

তাঁর পিতা শ্রী রাজেন্দ্র মোহন দে পণ্ডিত ছিলেন ওই এলাকার জমিদার।