বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর পরিবেশে ফরিদগঞ্জের ঐতিহ্যবাহী খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী-২০২৫ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
দুই দিনব্যাপী এই উৎসবের প্রথম দিন ২২ জানুয়ারি (বুধবার) অনুষ্ঠিত হয় ক্রীড়া প্রতিযোগিতা এবং দ্বিতীয় দিন ২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) নানান আয়োজনের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলী বিএসসি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সুলতানা রাজিয়া।
প্রধান অতিথি ইউএনও সুলতানা রাজিয়া প্রথমেই ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় জুনিয়র পর্যায়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সৃজনশীল প্রজেক্ট উপস্থাপনার মাধ্যমে স্কুল ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জনের জন্য অভিনন্দন জানান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমাদের সবাইকে ভালোভাবে পড়াশোনা করতে হবে। প্রত্যেক শিক্ষার্থী যেন ভালো ফলাফল করে বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করতে পারে এবং জাতীয় পর্যায়ে এই বিদ্যালয়ের সুনাম তুলে ধরতে পারে।”
তিনি আরও বলেন, “আজ যারা সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে, তাদের অভিনন্দন। আর যারা বিজয়ী হতে পারেনি, তাদেরও শুভেচ্ছা। কারণ বিজয়ী হওয়ার চেয়ে অংশগ্রহণ করাটাই বেশি গুরুত্বপূর্ণ। আমি চাই, প্রতিটি শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিক। আজকের এই অনুষ্ঠান শিক্ষার্থীদের প্রতিভা প্রকাশের একটি মঞ্চ হয়ে উঠুক।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে. মোহাম্মদ আলী জিন্নাহ এবং বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য মাসুদ মিজি মামুন।
আজীবন দাতা সদস্য মাসুদ মিজি মামুন বলেন, “খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। বিদ্যালয়ের একজন দাতা সদস্য হিসেবে এই প্রতিষ্ঠানের সঙ্গে আমার গভীর সম্পর্ক রয়েছে, যা আমাকে সবসময় অনুপ্রাণিত করে। শিক্ষা একটি জাতির উন্নয়নের মূল চালিকা শক্তি। এরই ধারাবাহিকতায় খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরে আমাদের এলাকায় জ্ঞান ও সংস্কৃতির আলো ছড়িয়ে আসছে। আজকের এই আয়োজন সেই সাফল্যেরই একটি উজ্জ্বল দৃষ্টান্ত।” তিনি আরও বলেন, “বিদ্যালয়ের যেকোনো প্রয়োজনে এবং শিক্ষার্থীদের কল্যাণে আমি সবসময় পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে ইউপি সদস্য আসাদুজ্জামান খান কালু, মোহন পাটোয়ারী মানিক, জিলন পাটোয়ারী, ব্যবস্থাপনা কমিটির অভিভাবক সদস্য শাহ আলম কিরনসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ীক গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সকাল থেকেই কোরআন তিলাওয়াত, গীতাপাঠ, গজল, গান, কৌতুক এবং নৃত্যসহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। সবশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিশেষভাবে পুরস্কৃত করেন আজীবন দাতা সদস্য মাসুদ মিজি মামুন। এছাড়াও তিনি আসন্ন এসএসসি পরীক্ষা ২০২৫-এ অংশগ্রহণকারী ২২৯ জন শিক্ষার্থীদের প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করার ঘোষণা দেন।