দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে নৌকা মার্কাকে বিজয়ী করার লক্ষে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নে উঠান বৈঠক করেছে মহিলা আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (৪ জানুয়ারী) বিকেলে উপজেলার ফরাজীকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা মহিলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক সুবর্ণা চৌধুরী বীণা।
সাবেক সংরক্ষিত ইউপি সদস্য রেনু আক্তারের সভাপতিত্বে ও আ’লীগ নেতা হেলাল সরকারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, মতলব উত্তর মহিলা আ’লীগের সভাপতি পারভীন শরীফ, সাধারণ সম্পাদক লাভলু চৌধুরী, সাবেক ইউপি সস্য বুলু আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে সুর্বণা চৌধুরী বীণা বলেন, উন্নয়ন ও শান্তির ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক এগিয়েছে।
এ উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আবারও আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, নৌকায় ভোট দিয়ে জনগণ দেশের স্বাধীনতা পেয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়। জনগণের ভাগ্য পাল্টেছে, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছেছে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই বাংলাদেশ এগিয়ে যায়। তিনি উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।
এসময় জেলা-উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।