শাহরাস্তিতে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার উপজেলার মেহের দক্ষিণ ইউপির ৯নং ওয়ার্ডের দক্ষিণ দেবকরা ভাবনার বাড়ী-রাজাখাঁ সড়কের পোড়াবাড়ীর এলাকায় তাকে আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন গোপন সংবাদে মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার চাঁদপুরের দিক-নির্দেশনায় শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আলমগীর হোসেনের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ নুরুল আনোয়ার সঙ্গীয় অফিসার ও ফোর্স একটি অভিযান পরিচালনা করে।
ওইসময় দেবকরা বানিয়া বাড়ীর শাহ আলমের স্রী জেসমিন আক্তারকে ৩০ মাদক ব্যবসায়ী নারীকে আটক করে।
পুলিশ জানায়, ওই নারী মাদক ব্যাবসায়ী প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকার করে।
পরে পুলিশ ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার ১৯(ক) একটি মামলা নং-০৯ রুজু করে।
ওসি মোহাম্মদ আলমগীর হোসেন জানান, চাঁদপুর জেলা তথা শাহরাস্তিকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর জেলা পুলিশ।
এ ছাড়া মাদকের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে।