মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে ডাকাতির প্রস্তুতিকালে সন্দেহভাজন ৫ ব্যক্তি ডাকাতকে আটক করেছে পুলিশ। অভিযুক্তদের মঙ্গলবার (২৪ মে) চাঁদপুর কোর্টহাজতে ও আদালতে সোপর্দ করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানা পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত আড়াইটায় উপজেলার টামটা উত্তর ইউপির হোসেনপুর বাসস্ট্যান্ড এলাকায় শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আনিছুর রহমান সঙ্গীয় ফোর্স রাত্রিকালীন ডিউটিরত অবস্থায় একটি মিনি ট্রাককে চ্যালেঞ্জ করেন। ওই সময় ট্রাকে আরোহী চালক ও তার সঙ্গীরা পুলিশের জেরার মুখে অসংলগ্ন কথা বলতে শুরু করে ।
এতে পুলিশের সন্দেহের মাত্রা বেড়ে গেলে তারা ট্রাকটি তল্লাশি চালিয়ে ডাকাতি কাজে ব্যবহৃত হয় এমন সামগ্রী জব্দ করে। আটককৃত ব্যক্তিরা হলো, বরিশালের মুলাদী উপজেলার চর ভাটামারা গ্রামের আঃ রব হাওলারের পুত্র মেহেদী হাসান হৃদয় (২৩), শাহরাস্তি উপজেলার রায়শ্রী মুন্সী বাড়ির জয়নাল আবেদীনের পুত্র মোঃ সোহাগ (২২), কুমিল্লার বুড়িচং উপজেলার পালটি গ্রামের তোতা মিয়ার পুত্র মোঃ হাবিবুর রহমান প্রকাশ রনক প্রকাশ রনি (২৬), চৌদ্দগ্রাম উপজেলার ধনু সাড়া গ্রামের মমিন হোসেনের পুত্র মোঃ ইমাম হোসেন শাওন (২৮) ও লালমাই উপজেলার বলি পদুয়া গ্রামের কাজী শহিদুল ইসলামের পুত্র কাজী হোসেন (৩০)।
এ প্রসঙ্গে শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, ট্রাকটি তল্লাশি করে তাতে রক্ষিত হাতুড়ি, তালা কাটার যন্ত্র ও দড়িসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।
আটককৃতদের ব্যাপারে আইনি পদক্ষেপ অনুসরণ করে মামলা রুজু করে কোর্টে পাঠানো হয়েছে।