ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করে আর্থিক সুবিধা পেল চাঁদপুরের লেখক

মাসুদ হোসেন : অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ঢাকা টু চাঁদপুর রুটে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চ সোনার তরী-৩ কর্তৃপক্ষকে জরিমানা করেছে চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১১ এপ্রিল) চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন এ জরিমানা করা হয়। জানা যায়, গত পহেলা এপ্রিল বিকেল ৫টায় ঢাকা থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী যাত্রীবাহী সোনার তরী-৩ লঞ্চে করে কয়েকজন লেখক ও সংবাদকর্মী নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর আসার পথে তাদের কাছে জনপ্রতি ভাড়া বাবদ ১৫০ টাকা করে রাখা হয়। কিন্তু তারা যাওয়ার সময় ১০০ টাকা ভাড়া দিয়ে যান এমন কথা টিকেট কাউন্টারে জানালে তৎকালীন টিকেট কাটার দায়িত্বে যিনি ছিলেন তিনি যাত্রীদের উপর চড়াও হয়ে ওঠেন। সেখানে অন্যান্য যাত্রীদের সামনে এমন ঘটনা ঘটলে ঐ লেখক ও সংবাদকর্মীদের পক্ষ থেকে একজন লেখক এইচএম জাকির গত ৩ এপ্রিল চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে গত ৫ এপ্রিল ভোক্তা অধিদপ্তর সোনার তরী-৩ লঞ্চ কর্তৃপক্ষকে একটি নোটিশ জারি করেন এবং সোমবার (১১ এপ্রিল) এর শুনানি গ্রহন করা হয়। এতে অভিযুক্ত প্রতিষ্ঠান আনীত অভিযোগের দোষ স্বীকার করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯  মোতাবেক অভিযুক্ত প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। এবং জরিমানার ২৫ শতাংশ অর্থ ২ হাজার টাকা তাৎক্ষণিকভাবে অভিযোগকারীকে প্রদান করা হয়।
চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন জানান, লঞ্চ কর্তৃপক্ষকে কোনভাবে যেন বিআইডব্লিউটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার চেয়ে দাম বেশি না রাখা হয় সে ব্যাপারে সতর্ক করা হয়েছে।
এছাড়াও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করতে নিষেধ করা হয়েছে। এক্ষেত্রে ভোক্তাদের বা যাত্রীদেরও সচেতনতা খুব জরুরি।একজন সচেতন ভোক্তা হোন, ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত অপরাধে প্রমাণ সাপেক্ষে লিখিত অভিযোগ করুন।
ভোক্তার স্বার্থ রক্ষায় ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।
ট্যাগস :

হাইমচরে নুরুল ইসলাম পাটওয়ারীর মৃত্যুতে বিভিন্ন মহলে শোক: জানাযায় হাজারো মানুষ

ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করে আর্থিক সুবিধা পেল চাঁদপুরের লেখক

আপডেট সময় : ০৩:৪৮:০৬ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
মাসুদ হোসেন : অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ঢাকা টু চাঁদপুর রুটে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চ সোনার তরী-৩ কর্তৃপক্ষকে জরিমানা করেছে চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১১ এপ্রিল) চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন এ জরিমানা করা হয়। জানা যায়, গত পহেলা এপ্রিল বিকেল ৫টায় ঢাকা থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী যাত্রীবাহী সোনার তরী-৩ লঞ্চে করে কয়েকজন লেখক ও সংবাদকর্মী নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর আসার পথে তাদের কাছে জনপ্রতি ভাড়া বাবদ ১৫০ টাকা করে রাখা হয়। কিন্তু তারা যাওয়ার সময় ১০০ টাকা ভাড়া দিয়ে যান এমন কথা টিকেট কাউন্টারে জানালে তৎকালীন টিকেট কাটার দায়িত্বে যিনি ছিলেন তিনি যাত্রীদের উপর চড়াও হয়ে ওঠেন। সেখানে অন্যান্য যাত্রীদের সামনে এমন ঘটনা ঘটলে ঐ লেখক ও সংবাদকর্মীদের পক্ষ থেকে একজন লেখক এইচএম জাকির গত ৩ এপ্রিল চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে গত ৫ এপ্রিল ভোক্তা অধিদপ্তর সোনার তরী-৩ লঞ্চ কর্তৃপক্ষকে একটি নোটিশ জারি করেন এবং সোমবার (১১ এপ্রিল) এর শুনানি গ্রহন করা হয়। এতে অভিযুক্ত প্রতিষ্ঠান আনীত অভিযোগের দোষ স্বীকার করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯  মোতাবেক অভিযুক্ত প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। এবং জরিমানার ২৫ শতাংশ অর্থ ২ হাজার টাকা তাৎক্ষণিকভাবে অভিযোগকারীকে প্রদান করা হয়।
চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন জানান, লঞ্চ কর্তৃপক্ষকে কোনভাবে যেন বিআইডব্লিউটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার চেয়ে দাম বেশি না রাখা হয় সে ব্যাপারে সতর্ক করা হয়েছে।
এছাড়াও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করতে নিষেধ করা হয়েছে। এক্ষেত্রে ভোক্তাদের বা যাত্রীদেরও সচেতনতা খুব জরুরি।একজন সচেতন ভোক্তা হোন, ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত অপরাধে প্রমাণ সাপেক্ষে লিখিত অভিযোগ করুন।
ভোক্তার স্বার্থ রক্ষায় ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।