ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদপুর সদর ইউপি নির্বাচনে ৯টি ইউনিয়নে কে কত ভোট পেল

সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুর সদর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আওয়ামী লীগের প্রার্থীদের নিরুঙ্কুশ জয় হ‌য়ে‌ছে।

Model Hospital

৮নং বাগা‌দি ইউ‌নিয়‌নে চেয়ারম্যান প‌দে বেলা‌য়েত হোসেন গাজী বিল্লাল নৌকা প্রতী‌কে পে‌য়ে‌ছেন ৮ হাজার ৯৪৪ ভোট পে‌য়ে চতুর্থবা‌রের ম‌তো চেয়ারম‌্যান নির্বা‌চিত হ‌য়ে। তার প্রতিদ্বন্দ্বী প্রা‌র্থী বরকত উল্লা খান  চশমা প্রতী‌কে ৩ হাজার ২৭৯ ভোট ও নেয়ামত উল্লা হাতপাখা ১ হাজার ১৭৯ ভোট, মা‌নিক মিয়া আনারস প্রতী‌কে ৫৩২ ও মুনসুর বেপারী হোলাপ ফুল প্রতী‌কে ১৬১ ভোট পে‌য়ে‌ছেন।

চেয়ারম‌্যান প‌দে মোঃ নুরুল ইসলাম নৌকা প্রতী‌কে ৭ হাজার ৫৯ ভোট ভোট পে‌য়ে  চেয়ারম‌্যান নির্বা‌চিত হ‌য়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রা‌র্থী আবু মো সা‌ল‌হে আনারস প্রতী‌কে ৪৭০ ভোট, আজহারুল ইসলাম হাতপাখা প্রতী‌কে ৩৫৭ ভোট

চেয়ারম‌্যান প‌দে মোঃ বিল্লাল হো‌সেন নৌকা প্রতী‌কে ৬ হাজার ৯৭৮ ভোট পে‌য়ে দ্বিতীয়বা‌রের ম‌তো চেয়ারম‌্যান নির্বা‌চিত হ‌য়ে‌ছেন।  তার প্রতিদ্বন্দ্বী প্রা‌র্থী মাসুদ গাজী হাত পাখা প্রতী‌কে ৩ হাজার ৬২৪ ভোট দেলোয়ার হোসেন খান চশমা প্রতী‌কে ৯২৩ ভোট পে‌য়ে‌ছেন।

নাছির উদ্দিন খান (নৌকা) পেয়েছে ১১ হাজার ৬ শত ৫২ ভোট।অজিউল্লা সরকার (হাতপাখা) পেয়েছে ১ হাজার ৫শত ১০ ভোট ও খোরশেদ আলম (আনারস) পেয়েছে ৭ শত ৭৯ ভোট। নাছির উদ্দিন খান (নৌকা) বেসরকারিভাবে জয়লাভ করেছে।

মাসুদুর রহমান নান্টু (নৌকা) পেয়েছে ৫ হাজার ৬শত ৬৩ ভোট,স্বতন্ত্র প্রার্থী স্বপন মাহমুদ টেলিফোন পেয়েছে ৪ হাজার ৪শত ১৫ ভোট,রফিকুল ইসলাম (আনারস) ২ হাজার ১শত ৩১ ভোট ও মোঃ শাহআলম গাজী (হাতপাখা) ৯শত ৪২ ভোট। বেসরকারিভাবে মাসুদুর রহমান নান্টু (নৌকা) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

আওয়ামী লীগের রফিকুল্লাহ পাটওয়ারী (নৌকা) পেয়েছে ৭৭১৪ ভোট,স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান ঢালী (টেলিফোন) ২৫২০, মাসুদ রায়হান (চশমা) ২২৫৫, মাওলানা নুরুদ্দিন (হাতপাখা) ১৯০০, জাহাঙ্গীর (আনারস) ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

১২নং চান্দ্রা ইউ‌নিয়‌নে চেয়ারম‌্যান প‌দে খান জাহান আলী কালু পাটওয়ারী নৌকা প্রতী‌কে ৯ হাজার ৮৩৯ ভোট পে‌য়ে নির্বাতিত হ‌য়ে‌ছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতী‌কে আবাব্দুর রহমার বেপারী ২ হাজার ৯৩৫ ভোট, মকবুল ঘোরা প্রতী‌কে ১৬৩ ভোট ও মু‌জিবুর রহমান মিয়াজী হাতপাখা প্রতী‌কে ২ হাজার ১৪১ ভোট পে‌য়ে‌ছেন।

এদিকে সদরের তরপুরচন্ডী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ইমাম হাসান রাসেল ও রামপুর ইউনিয়নের চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

স্কুলের শ্রেণিকক্ষে ‘আপত্তিকর’ অবস্থায় ছাত্রীসহ প্রধান শিক্ষক আটক

চাঁদপুর সদর ইউপি নির্বাচনে ৯টি ইউনিয়নে কে কত ভোট পেল

আপডেট সময় : ০৫:২৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুর সদর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আওয়ামী লীগের প্রার্থীদের নিরুঙ্কুশ জয় হ‌য়ে‌ছে।

Model Hospital

৮নং বাগা‌দি ইউ‌নিয়‌নে চেয়ারম্যান প‌দে বেলা‌য়েত হোসেন গাজী বিল্লাল নৌকা প্রতী‌কে পে‌য়ে‌ছেন ৮ হাজার ৯৪৪ ভোট পে‌য়ে চতুর্থবা‌রের ম‌তো চেয়ারম‌্যান নির্বা‌চিত হ‌য়ে। তার প্রতিদ্বন্দ্বী প্রা‌র্থী বরকত উল্লা খান  চশমা প্রতী‌কে ৩ হাজার ২৭৯ ভোট ও নেয়ামত উল্লা হাতপাখা ১ হাজার ১৭৯ ভোট, মা‌নিক মিয়া আনারস প্রতী‌কে ৫৩২ ও মুনসুর বেপারী হোলাপ ফুল প্রতী‌কে ১৬১ ভোট পে‌য়ে‌ছেন।

চেয়ারম‌্যান প‌দে মোঃ নুরুল ইসলাম নৌকা প্রতী‌কে ৭ হাজার ৫৯ ভোট ভোট পে‌য়ে  চেয়ারম‌্যান নির্বা‌চিত হ‌য়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রা‌র্থী আবু মো সা‌ল‌হে আনারস প্রতী‌কে ৪৭০ ভোট, আজহারুল ইসলাম হাতপাখা প্রতী‌কে ৩৫৭ ভোট

চেয়ারম‌্যান প‌দে মোঃ বিল্লাল হো‌সেন নৌকা প্রতী‌কে ৬ হাজার ৯৭৮ ভোট পে‌য়ে দ্বিতীয়বা‌রের ম‌তো চেয়ারম‌্যান নির্বা‌চিত হ‌য়ে‌ছেন।  তার প্রতিদ্বন্দ্বী প্রা‌র্থী মাসুদ গাজী হাত পাখা প্রতী‌কে ৩ হাজার ৬২৪ ভোট দেলোয়ার হোসেন খান চশমা প্রতী‌কে ৯২৩ ভোট পে‌য়ে‌ছেন।

নাছির উদ্দিন খান (নৌকা) পেয়েছে ১১ হাজার ৬ শত ৫২ ভোট।অজিউল্লা সরকার (হাতপাখা) পেয়েছে ১ হাজার ৫শত ১০ ভোট ও খোরশেদ আলম (আনারস) পেয়েছে ৭ শত ৭৯ ভোট। নাছির উদ্দিন খান (নৌকা) বেসরকারিভাবে জয়লাভ করেছে।

মাসুদুর রহমান নান্টু (নৌকা) পেয়েছে ৫ হাজার ৬শত ৬৩ ভোট,স্বতন্ত্র প্রার্থী স্বপন মাহমুদ টেলিফোন পেয়েছে ৪ হাজার ৪শত ১৫ ভোট,রফিকুল ইসলাম (আনারস) ২ হাজার ১শত ৩১ ভোট ও মোঃ শাহআলম গাজী (হাতপাখা) ৯শত ৪২ ভোট। বেসরকারিভাবে মাসুদুর রহমান নান্টু (নৌকা) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

আওয়ামী লীগের রফিকুল্লাহ পাটওয়ারী (নৌকা) পেয়েছে ৭৭১৪ ভোট,স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান ঢালী (টেলিফোন) ২৫২০, মাসুদ রায়হান (চশমা) ২২৫৫, মাওলানা নুরুদ্দিন (হাতপাখা) ১৯০০, জাহাঙ্গীর (আনারস) ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

১২নং চান্দ্রা ইউ‌নিয়‌নে চেয়ারম‌্যান প‌দে খান জাহান আলী কালু পাটওয়ারী নৌকা প্রতী‌কে ৯ হাজার ৮৩৯ ভোট পে‌য়ে নির্বাতিত হ‌য়ে‌ছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতী‌কে আবাব্দুর রহমার বেপারী ২ হাজার ৯৩৫ ভোট, মকবুল ঘোরা প্রতী‌কে ১৬৩ ভোট ও মু‌জিবুর রহমান মিয়াজী হাতপাখা প্রতী‌কে ২ হাজার ১৪১ ভোট পে‌য়ে‌ছেন।

এদিকে সদরের তরপুরচন্ডী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ইমাম হাসান রাসেল ও রামপুর ইউনিয়নের চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।