সজীব খান : দ্বিতীয় ধাপের ইউপি পরিষদ নির্বাচনে চাঁদপুর সদর উপজেলার ১০টি ইউপিতে বাংলাদেশ আওয়ামী লীগের ১০ ইউপিতে বিজয়ী হয়েছে। অবাদ সুষ্ঠ, শান্তিপূর্ণ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীগন বিজয়ী হন।
চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউপিতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, বর্তমান চেয়ারম্যান নাছির উদ্দিন খান শামীম, আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য, বর্তমান চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী, শাহমাহমুদপুর ইউনিয়নে সদর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মাসুদুর রহমান নান্টু, রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি, বর্তমান চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম পাটওয়ারী, তরপুচন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, বর্তমান চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী, বাগাদী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন বিল্লাল, বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, রফিকউল্ল্যাহ, চান্দ্রা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী নির্বাচিত হন।
সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত, নির্বাচন নিয়ে স্বতন্ত্র প্রার্থীদের মনে শঙ্কা থাকলে ও সরকারের নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশনার অবাদ ও সুষ্ঠ নির্বাচনের ব্যবস্থা করেন, প্রতিটি কেন্দ্রেই পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারগনের উপস্থিতি ছিল বেশি।
নারী ভোটাররা সুষ্ঠ ভাবে ভোট দিতে পেরে সরকার ও নির্বাচন কমিশনারদের ধন্যবাদ জানিয়েছে। তবে দুই একটি কেন্দ্রে মেম্বার প্রার্থীদের সমর্থকদের মাঝে দাওয়া পাল্টা দাওয়া হয়েছে। স্বতন্ত্র প্রার্থী অনেকে আওয়ামী লীগের নেতৃবৃন্দ কেন্দ্রে পেশিশক্তি ব্যবহার করেছে বলে অভিযোগ রয়েছে, তবে দিন শেষে ভোটাররা ভোট দিতে পেরে আনন্দিত হয়েছে।