মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে ৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি যুবককে আটক করেছে পুলিশ ।
সোমবার (২১ মার্চ ) সকালে কুমিল্লা – চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের কালিয়াপাড়া বাজার এলাকায় হতে অভিযুক্ত যুবক আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল মান্নানের নির্দেশে একদল পুলিশ ওই সড়কে অভিযান পরিচালনা করে। ওই সময় কুমিল্লা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিক্সাকে তল্লাশি চালিয়ে ৮ কেজি গাঁজাসহ কাজী বাছির মিয়া (৩৫) নামে এক মাদক কারবারি যুবককে আটক করে। সে কুমিল্লা জেলার কোতোয়ালি থানার বিবির বাজারের পূর্ব পাড়া অরণ্যপুর এলাকার মৃত ওমর আলীর পুত্র ।
সমগ্র অভিযানটি শাহরাস্তি থানার ওসি মোঃ আব্দুল মান্নানের নেতৃত্বে উপপরিদর্শক মাহদী হাসান ও সংগীয় ফোর্স অংশগ্রহণ করে। জব্দকৃত গাঁজা এবং অভিযুক্ত যুবকের বিরুদ্ধে পুলিশ মামলার প্রস্তুতি গ্রহণ করেছে। উল্লেখ্য, সম্প্রতি শাহরাস্তি মডেল থানা পুলিশ চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের অভিযান পরিচালনা করে গত ১২ মার্চ রাতে একটি প্রাইভেটকার থেকে ৮টি পেকেটে ১৬শ পিস ফেন্সিডিল জব্দ করে।
ওই সময় পুলিশ মাদকের সঙ্গে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার জানরা গ্রামের জুলফুর রহমানের ছেলে মোঃ জিয়া উদ্দিন রিয়াজকে আটক করে। ।
গত মঙ্গলবার সকালে (১৫ মার্চ) একই সড়কের অভিযান চালিয়ে ১ শ ৫০ বোতল ফেনসিডিল ও মোটরসাইকেলসহ কুমিল্লা জেলার কোতোয়ালি থানার টিক্কারচর গ্রামের ইউসুফ মিয়ার পুত্র জোবায়ের হোসেন রিপন (২৬) তাজুল ইসলামের পুত্র রাশেদ মিয়া(২৮) আটক করে।
১৭ মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলার চিতোষী পূর্ব ইউপির কাদরা গ্রামের পূর্ব পাড়া মসজিদ সংলগ্ন বাড়ীর সুরুজ মিয়ার পুত্র মোঃ হাবিবুল্লাহর (৩১) শরীর ও তার চা দোকান থেকে ২শ গ্রাম গাঁজা, ৮টি ইয়াবা ট্যাবলেট জব্দ করে। এ পর্যন্ত আটককৃতদের একজন বাদে বাকি সবাই কুমিল্লা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। পুলিশ মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।