ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী দেশের মানুষের কষ্টের কথা সবসময় ভাবেন : ডিসি অঞ্জনা খান মজলিশ

মাসুদ হোসেন : আসন্ন রমজানে বাজার নিয়ন্ত্রণ ও স্বল্প আয়ের মানুষকে সহযোগিতা করার লক্ষ্যে সারাদেশের ন্যায় চাঁদপুরেও শুরু হয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকিমূল্যের নিত্যপণ্য বিক্রির কার্যক্রম। জেলায় ১ লক্ষ ৪৫ হাজার ১৪৭ জন ফ্যামিলি কার্ডধারীর মাঝে এ পণ্য বিক্রি করা হবে।
তারই ধারাবাহিকতায় রবিবার (২০ মার্চ) সকালে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে ১ হাজার ৬৬ জন ফ্যামিলি কার্ডধারীর মাঝে টিসিবি পণ্য বিক্রির শুভ উদ্বোধন করেন চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সবসময় দেশের মানুষের কথা চিন্তা করেন। মানুষের কষ্টের কথা ভাবেন। সে কারনে তিনি এ বড় একটি কর্মযজ্ঞের কার্যক্রম আমাদেরকে দিয়েছেন। যাতে আমরা টিসিবির এই পণ্য সামগ্রী দরিদ্র মানুষের মাঝে পৌঁছে দিতে পারি সূলভ মূল্যে।
সারাদেশে ১ কোটি মানুষের মাঝে টিসিবি পণ্য পৌঁছে দেওয়া হবে দুইবার। একবার রোজার আগে এবং আরেকবার রোজার মাঝামাঝি সময়ে। চাঁদপুরেও ১ লাখ ৪৫ হাজার ১৪৭ জন ফ্যামিলি কার্ডধারী এই সুবিধা পাবেন। এই রমজানে দরিদ্র মানুষ যাতে কষ্ট না পায়, তারা যেন সূলভ মূল্যে এই নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণের প্রথম ধাপে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল ও ২ কেজি চিনি এবং পরবর্তী ধাপে রোজার মাঝামাঝি সময়ে ২ কেজি ছোলা যুক্ত করা হবে। এই কার্যক্রম যাতে সুন্দরভাবে বিতরণ করতে পারি সেজন্য তদারকি কমিটিতে উপজেলা প্রশাসন, পুলিশ সদস্য, জনপ্রতিনিধি ও একজন ট্যাগ অফিসার নিয়োজিত থাকবেন। আমি আশা করবো মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্দেশ্যে এই কার্যক্রমটি শুরু করেছেন সে উদ্দেশ্যটি যেন সফল হয় সেজন্য সকলের সহযোগিতা কামনা করছি।
এক্ষেত্রে সাংবাদিকদেরকেও প্রচারের মাধ্যমে এ কার্যক্রম সফল করার জন্য অনুরোধ জানান জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান। তিনি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ সরকার যে জনগণের পাশে আছে আজ এই কার্যক্রমের মাধ্যমে তা প্রমাণ হলো। স্বল্প আয়ের মানুষ যাতে এই রমজানে কষ্ট করতে না হয় তাই জেলার ১ লক্ষ ৪৫ হাজার ১৪৭ জনের মধ্যে সদর উপজেলার ১৪টি ইউনি ও ১টি পৌরসভায় ১৫ হাজার ২৬৮ জনকে এ সুবিধা দেওয়া হবে। চাঁদপুরের উন্নয়নে এ এলাকার কৃতি সন্তান মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। সেই সাথে সুখি সমৃদ্ধ দেশ উপহার দিতে সকল পর্যায়ের নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করছি।
রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারীর পরিচালনায় টিসিবি পণ্য বিতরণের উদ্বোধকালে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হেলাল উদ্দিন, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন, রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল কালাম পাটওয়ারী, বর্তমান কমিটির সহ সভাপতি সোহরাব পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী সোহেল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হাজী মিজানুর রহমান পাটওয়ারী, কৃষি বিষয়ক সম্পাদক খোকন রায়, ইউপি সচিব মোহাম্মদ রাকিবুল হাসান খান, সহকারী কাম কম্পিউটার অপারেটর নূরে আলম, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোহসিন খান, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মাছুম বিল্লাহ, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হোসেন, সকল ইউপি সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
ট্যাগ অফিসার উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ ইলিয়াছ এর সার্বিক তত্ত্বাবধানে টিসিবি পণ্য বিতরণ করেন চাঁদপুর পুরাণ বাজারের মেসার্স লক্ষ্মী ভান্ডারের সত্ত্বাধিকারী টুটুল মনিসহ ডিলারে লোকজন।
ট্যাগস :

শাহরাস্তিতে পিকআপ ভ্যান ও সিএনজি স্কুটারের সংঘর্ষে ২জন নিহত

প্রধানমন্ত্রী দেশের মানুষের কষ্টের কথা সবসময় ভাবেন : ডিসি অঞ্জনা খান মজলিশ

আপডেট সময় : ১০:২৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২
মাসুদ হোসেন : আসন্ন রমজানে বাজার নিয়ন্ত্রণ ও স্বল্প আয়ের মানুষকে সহযোগিতা করার লক্ষ্যে সারাদেশের ন্যায় চাঁদপুরেও শুরু হয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকিমূল্যের নিত্যপণ্য বিক্রির কার্যক্রম। জেলায় ১ লক্ষ ৪৫ হাজার ১৪৭ জন ফ্যামিলি কার্ডধারীর মাঝে এ পণ্য বিক্রি করা হবে।
তারই ধারাবাহিকতায় রবিবার (২০ মার্চ) সকালে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে ১ হাজার ৬৬ জন ফ্যামিলি কার্ডধারীর মাঝে টিসিবি পণ্য বিক্রির শুভ উদ্বোধন করেন চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সবসময় দেশের মানুষের কথা চিন্তা করেন। মানুষের কষ্টের কথা ভাবেন। সে কারনে তিনি এ বড় একটি কর্মযজ্ঞের কার্যক্রম আমাদেরকে দিয়েছেন। যাতে আমরা টিসিবির এই পণ্য সামগ্রী দরিদ্র মানুষের মাঝে পৌঁছে দিতে পারি সূলভ মূল্যে।
সারাদেশে ১ কোটি মানুষের মাঝে টিসিবি পণ্য পৌঁছে দেওয়া হবে দুইবার। একবার রোজার আগে এবং আরেকবার রোজার মাঝামাঝি সময়ে। চাঁদপুরেও ১ লাখ ৪৫ হাজার ১৪৭ জন ফ্যামিলি কার্ডধারী এই সুবিধা পাবেন। এই রমজানে দরিদ্র মানুষ যাতে কষ্ট না পায়, তারা যেন সূলভ মূল্যে এই নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণের প্রথম ধাপে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল ও ২ কেজি চিনি এবং পরবর্তী ধাপে রোজার মাঝামাঝি সময়ে ২ কেজি ছোলা যুক্ত করা হবে। এই কার্যক্রম যাতে সুন্দরভাবে বিতরণ করতে পারি সেজন্য তদারকি কমিটিতে উপজেলা প্রশাসন, পুলিশ সদস্য, জনপ্রতিনিধি ও একজন ট্যাগ অফিসার নিয়োজিত থাকবেন। আমি আশা করবো মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্দেশ্যে এই কার্যক্রমটি শুরু করেছেন সে উদ্দেশ্যটি যেন সফল হয় সেজন্য সকলের সহযোগিতা কামনা করছি।
এক্ষেত্রে সাংবাদিকদেরকেও প্রচারের মাধ্যমে এ কার্যক্রম সফল করার জন্য অনুরোধ জানান জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান। তিনি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ সরকার যে জনগণের পাশে আছে আজ এই কার্যক্রমের মাধ্যমে তা প্রমাণ হলো। স্বল্প আয়ের মানুষ যাতে এই রমজানে কষ্ট করতে না হয় তাই জেলার ১ লক্ষ ৪৫ হাজার ১৪৭ জনের মধ্যে সদর উপজেলার ১৪টি ইউনি ও ১টি পৌরসভায় ১৫ হাজার ২৬৮ জনকে এ সুবিধা দেওয়া হবে। চাঁদপুরের উন্নয়নে এ এলাকার কৃতি সন্তান মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। সেই সাথে সুখি সমৃদ্ধ দেশ উপহার দিতে সকল পর্যায়ের নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করছি।
রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারীর পরিচালনায় টিসিবি পণ্য বিতরণের উদ্বোধকালে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হেলাল উদ্দিন, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন, রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল কালাম পাটওয়ারী, বর্তমান কমিটির সহ সভাপতি সোহরাব পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী সোহেল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হাজী মিজানুর রহমান পাটওয়ারী, কৃষি বিষয়ক সম্পাদক খোকন রায়, ইউপি সচিব মোহাম্মদ রাকিবুল হাসান খান, সহকারী কাম কম্পিউটার অপারেটর নূরে আলম, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোহসিন খান, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মাছুম বিল্লাহ, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হোসেন, সকল ইউপি সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
ট্যাগ অফিসার উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ ইলিয়াছ এর সার্বিক তত্ত্বাবধানে টিসিবি পণ্য বিতরণ করেন চাঁদপুর পুরাণ বাজারের মেসার্স লক্ষ্মী ভান্ডারের সত্ত্বাধিকারী টুটুল মনিসহ ডিলারে লোকজন।