ক্যাম্পাস রিপোর্ট : ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজে বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকাল সাড়ে ৩টায় কনফারেন্স কক্ষে সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. এ. এস. এম দেলওয়ার হেসেন এর বিদায় এবং বর্তমান অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল খায়ের সরকারের সভাপতিত্বে এবং পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলমগীর হোসেনের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলওয়াত ও পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় সংবর্ধনা অনুষ্ঠান।
এতে বক্তব্য রাখেন হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মহসীন শরীফ, ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আল-আমিন, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কিউ এম হাসান শাহরিয়ার, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ আলী আজগর ফকির, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ রফিক উল্লাহ, প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ শওকত ইকবাল ফারুকী এবং সহযোগী অধ্যাপক মোঃ সেলিম হোসেন এবং অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ জসিম উদ্দিন। বক্তরা সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. এ. এস. এম দেলওয়ার হোসেন এবং বর্তমান অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।
সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. এ. এস. এম দেলওয়ার হোসেন তাঁকে বিদায় সংবর্ধনা দেয়ায় কলেজ পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘‘চাঁদপুর সরকারি কলেজে চাকুরী হচ্ছে আমার চাকুরী জীবনের সোনালী অধ্যায়। চাঁদপুরে চাকুরীকালীন সময়ে আমি চাঁদপুরের সকলের কাছ থেকে যে শ্রদ্ধা, ভালোবাসা এবং সহযোগিতা পেয়েছি তা আমি চিরস্মরণীয়। চাঁদপুরের সর্বস্তরের জনগণ, প্রশাসনের কর্তাব্যক্তিবর্গ, আইন-শৃঙ্খলা রক্ষাকরীবাহিনী, বিশেষ করে চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. দীপু মনি এম.পি যে সাহায্য, সহযোগিতা করেছেন, সে জন্য আমি তাদেরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।’’
বর্তমান অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. এ.এস.এম দেলওয়ার হোসেন কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরনের। তিনি বলেন, ‘‘অধ্যক্ষ প্রফেসর ড. এ.এস.এম দেলওয়ার হোসেন একজন অমায়িক, নিলোর্ভ এবং অত্যন্ত ধৈর্য্যশীল মানুষ। উনার কাছ থেকে অনেক কিছু শিখার আছে।
চাঁদপুর সরকারি কলেজ আজকে যে অবস্থানে এসেছে, তার ভিত প্রফেসর ড. এ.এস.এম দেলওয়ার হোসেন রচনা করেছিলেন। সবার সর্বাত্মক সহযোগিতায় চাঁদপুর সরকারি কলেজ অনেক এগিয়েছে এবং এগিয়ে যাবে।’’ প্রফেসর অসিত বরণ দাশ সাবেক অধ্যক্ষ প্রফেসর এ. এস. এম দেলওয়ার হোসেন এর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। সাবেক অধ্যক্ষকে ক্রেষ্ট তুলে দেন বর্তমান অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ এবং বর্তমান অধ্যক্ষকে ক্রেষ্ট তুলে দেন উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল খায়ের সরকার।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রফেসর এ.এস.এম দেলওয়ার হোসেনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে শিক্ষক কর্মকর্তাবৃন্দ ২০৫ নং কক্ষে কলেজ পরিবারের সদস্যদের আয়োজনে ফ্যামিলি নাইটস এ যোগ দেন।