মোঃ. মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে যথাযোগ্য মর্যাদায় ৭,১৭,২৫,২৬ ই মার্চের জাতীয় দিবস উদযাপনের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ -মার্চ) বিকেলে শাহরাস্তি উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
ওইদিন উপজেলা নির্বাহী অফিসার বিজ্ঞ নির্বাহি ম্যাজিস্ট্রেট শিরীন আক্তারের সভা প্রদানে এটি অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কার্যসূচিতে আসন্ন ঐতিহাসিক ৭ই মার্চ, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২৫ মার্চ গণহত্যা দিবস,২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন লক্ষ্যে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
দিবসগুলি যথাযোগ্য মর্যাদায় পরিপালনের বিষয়ে উপজেলা নির্বাহি অফিসার প্রশাসনের দিকনির্দেশনা করণীয় বিষয় তুলে ধরেন। পরে উপস্থিতির মতামতের ভিত্তিতে দিবসগুলি পালনের লক্ষ্যে প্রতিটি দিবসের জন্য একটি কমিটি গঠন করা হয়।
উক্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, মেহার ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, সুচিপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির,শাহারাস্তি সরকারি উবির প্রধান শিক্ষক ইমাম হোসেন, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি মোহাম্মদ শাহজাহান, এছাড়া শাহরাস্তি থানা প্রশাসন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, ১০টি ইউপির চেয়ারম্যান, পল্লী বিদ্যুৎ, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স,বিভিন্ন কলেজ ও মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান গন, গণমাধ্যমকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।