মো: রাছেল : দেশে চতুর্থবারের মতো পালিত হচ্ছে এই দিবস। ‘মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করবো ভোটাধিকার’এ স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের কচুয়ায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা নির্বাচন কার্যালয়ের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে বর্ণাঢ্য র্যালীতে অংশগ্রহন করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাছেম বিল্লাহ্,সহকারী কমিশনার ভূমি ইবনে-আল জায়েদ হোসাইন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদুল হাসান,উপজেলা মুক্তিযোদ্ধা সংদের কমান্ডার আঃ মুবিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম, আইসিটি কর্মকর্তা মোশারেফ হোসেন প্রমুখ।
বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা নির্বাচন অফিসে ভোটার হালনাগাদ ও নতুন ভোটারদের ছবি তোলা কার্যক্রমসহবিভিন্ন সেবা প্রদান করা হয়।