মোঃ রাছেল : চাঁদপুরের কচুয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড(বিআরডিবি) এর ৪৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির উদ্যোগে মঙ্গলবার দুপুরে সমিতির হলরুমে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি ও মুক্তিযোদ্ধা আলহাজ্ব জাবের মিয়ার সভাপতিত্বে ও কার্যকরী কমিটির সদস্য (পরিচালক)মুক্তিযোদ্ধা সনতোষ চন্দ্র সেনেরসঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদেরভাইস চেয়ারম্যান সুলতানা খানম।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক ও সাবেক সভাপতি রাকিবুল হাসান, সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান, সাবেক সহ-সভাপতি আলী আরশাদ মুন্সী, সাবেক পরিচালক মো. মোবারক হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু সামীম, জুনিয়র অফিসার (হিসাব) সবুজ চন্দ্র রায়, পরিদর্শক ইব্রাহিম মোহাম্মদ আলী, মোঃ ইব্রাহিম খলিল, পরিচালক ইব্রাহিম খলিল, মো: ইদ্রিছ পাটোয়ারী প্রমুখ।
অনুষ্ঠানে বার্ষিক প্রতিবেদন আয় ব্যয় হিসাব নিকাশ কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয় এবং আগামী জুন মাসে কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচন সম্পর্কে আলোচনা করা হয়।
অনুষ্ঠান শেষে সমবায়দের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। সকালে পল্লী উন্নয়ন সমিতির কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলন করেন সুলতানা খানম ও উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি ও মুক্তিযোদ্ধা আলহাজ্ব জাবের মিয়া।