মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তরে মহান ২১শে ফেব্রুয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালনকল্পে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। পরে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
সভা পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, সহকারি কমিশনার (ভূমি) হেদায়েত উল্লাহ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ আসাদুজ্জামান জুয়েল, উপজেলা প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, মতলব উত্তর থানার ওসি (তদন্ত) মোঃ মাসুদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওরঙ্গজেব, সমবায় কর্মকর্তা মোঃ ফারুক আলম, সমাজসেবকা কর্মকর্তা আনিছুর রহমান তপু, সহকারি শিক্ষা অফিসার মোঃ মাহফুজ মিয়া সহ সকল কর্মকর্তাবৃন্দ, ইউপি সচিব ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ।
আসন্ন মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের ব্যাপারে উন্মুক্ত আলোচনা করা হয়েছে। সবাই সু-শৃঙ্খলভাবে স্বাস্থ্য বিধি মেনে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ সহ সকল কার্যক্রমে অংশ গ্রহন করবেন। পরে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জানানো হয়, যারা এখনো প্রথম ডোজ টিকা নেননি তারা আগামী ২৬ ফেব্রুয়ারীর মধ্যে টিকা নিয়ে নিবেন। ২৬ ফেব্রুয়ারীর প্রথম ডোজ টিকা প্রদান কার্যক্রম বন্ধ থাকবে।