ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

হাজীগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে ১৯ মামলার আসামি ছিনতাই

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ ১৯ মামলার এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন মাদক ব্যবসায়ীরা। এ ঘটনায় ১২ জনের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

রোববার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশীদ।

আসামি জাকির হোসেন (৩৮) উপজেলার বাকিলা ইউনিয়নের খলাপাড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে হাজীগঞ্জ থানা ও চাঁদপুর সদর থানায় মাদক, ডাকাতি ও ছিনতাইসহ ১৯টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) সকালে হাজীগঞ্জ থানার এএসআই মোজাম্মেল হোসেন আসামি জাকির হোসেনকে গ্রেফতার করেন। তবে স্থানীয়দের অনুরোধে জাকির হোসেনকে স্থানীয় এক মৃত ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়। এটিকে কাজে লাগিয়ে স্থানীয় কয়েকজন মাদক ব্যবসায়ী পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ জাকির হোসেনকে ছিনিয়ে নেন।

এ বিষয়ে হাজীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ বলেন, এ ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আটক করা হয়েছে দুই জনকে। উদ্ধার করা হয়েছে হাতকড়া।

মাদক ব্যবসায়ী জাকিরসহ অন্যদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

আরো পড়ুন  ন্যায্য মূল্যে পর্যাপ্ত নিরাপদ পানি পাওয়া নাগরিকের মৌলিক অধিকার; পরিকল্পনা প্রতিমন্ত্রী
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শাহতলী জিলানী চিশতী কলেজে নির্বাচনী পরীক্ষার হল পরিদর্শন

error: Content is protected !!

হাজীগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে ১৯ মামলার আসামি ছিনতাই

আপডেট সময় : ০২:২২:৪৭ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ ১৯ মামলার এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন মাদক ব্যবসায়ীরা। এ ঘটনায় ১২ জনের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

রোববার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশীদ।

আসামি জাকির হোসেন (৩৮) উপজেলার বাকিলা ইউনিয়নের খলাপাড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে হাজীগঞ্জ থানা ও চাঁদপুর সদর থানায় মাদক, ডাকাতি ও ছিনতাইসহ ১৯টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) সকালে হাজীগঞ্জ থানার এএসআই মোজাম্মেল হোসেন আসামি জাকির হোসেনকে গ্রেফতার করেন। তবে স্থানীয়দের অনুরোধে জাকির হোসেনকে স্থানীয় এক মৃত ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়। এটিকে কাজে লাগিয়ে স্থানীয় কয়েকজন মাদক ব্যবসায়ী পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ জাকির হোসেনকে ছিনিয়ে নেন।

এ বিষয়ে হাজীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ বলেন, এ ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আটক করা হয়েছে দুই জনকে। উদ্ধার করা হয়েছে হাতকড়া।

মাদক ব্যবসায়ী জাকিরসহ অন্যদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

আরো পড়ুন  ফরিদগঞ্জে কাবিটার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ