নিজস্ব প্রতিনিধি : সামাজিক সচেতনতামূলক সংগঠন সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে শাহরাস্তির সন্তান সাংবাদিক রাফিউ হাসান হামজা নিযুক্ত হয়েছেন।
শুক্রবার (৪ ফেব্রুয়ারী) সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের চেয়ারম্যান শাফি মুদ্দাসির খান জ্যোতি ও নির্বাহী পরিচালক মো. গোলাম মোস্তফা মজুমদার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা করা হয়।
রাফিউ হাসান হামজা শাহরাস্তি উপজেলা শাখার সাধারণ সম্পাদক থেকে সাংগঠনিক দক্ষতায় চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে নিযুক্ত হন। পাশাপাশি শাহরাস্তিতে তিনি অনেকগুলো সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে কাজ করে যাচ্ছেন। করোণাকালীন সময়ে লাশ দাফন, অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে সেবা প্রদান, অসহায় শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা, দরিদ্র মেয়েদের বিয়ের ব্যবস্থা, অভুক্তকে খাদ্য সহায়তা, শীতবস্ত্র বিতরণসহ আরও নানা কাজে নিজেকে সম্পৃক্ত রেখে সংগঠনের মাধ্যমে সাধারণ মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন তিনি। তিনি একাধারে সাংবাদিকতার মাধ্যমেও সমাজের অসংগতি তুলে ধরে নিজ কর্মক্ষেত্রে সমাদৃত। সংবাদ প্রকাশের মাধ্যমে নিরীহ লোকদের আইনী সহায়তা ও সরকারী ঘর এবং ভাতা প্রদানেও তিনি ভূমিকা রেখেছেন।
রাফিউ হাসান হামজা বলেন, কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা টিম সহ সকল নীতিনির্ধারকদের প্রতি আমি কৃতজ্ঞ। আমার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য নিষ্টার সাথে সৎ থেকে পালন করে যাবো। এ জন্য প্রয়োজন সকলের অংশগ্রহনমূলক সহযোগিতা।আমাদের ভ্রাতৃত্ববোধ আমাদের সফলতা এনে দিবে।
উল্লেখ্য, মানবতার স্পর্শে দূর হোক অন্ধকার স্লোগানকে সামনে রেখে সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন প্রতিষ্ঠা লাভ করে ১ জুলাই ২০১৪। এটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। এটি সরকারি রেজিস্ট্রেশন ভূক্ত সংগঠন। যার রেজিস্ট্রেশন নং ঝ-১২৯৪৩। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি ৬৪ জেলায় তাদের কমিটির মাধ্যমে মানবতার সেবায় কাজ করে আসছে।