স্টাফ রিপোর্টার : ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনের নেত্রী রুমি কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বা ফেসবুকে অসামাজিক মন্তব্য করায় ভুক্তভোগী ওই মহিলা নেত্রী চাঁদপুর সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
চাঁদপুর সদর মডেল থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানাযায়, গত ৩ ফেব্রুয়ারী দুপুর ৩ টার দিকে k B Rony Bhuiya নামীয় আইডি থেকে চাঁদপুর পৌর সভার ৫ নং ওয়ার্ডের উওর রঘুনাথপুরের ভুইয়া বাড়ির খায়রুল বাশার রনি (৩২) পিতামৃত- বশির ভুইয়া রাজনৈতিক প্রতিহিংসা বশত মহিলা নেত্রী রুমিকে জড়িয়ে মিথ্যা কুরুচিপূর্ণ ও অশ্লীষ ভাষা ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেয়।
উক্ত ফেসবুক পেজে পোস্ট কৃত উক্ত স্ট্যাটাসের কারণে মহিলা নেত্রী রুমির পরিবারের সকল সদস্যরা সামাজিক, রাজনৈতিক ও পারিবারিক ভাবে হেয় প্রতিপন্ন এবং মানসিক ভাবে বিপদজনক অবস্থায় রয়েছেন। শুধু তাই নয়, উল্লেখিত খায়রুল বাশার রনি সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, তিনি ভুক্তভোগী মহিলা নেত্রীকে ও তার পরিবারের সদস্যদের প্রাননাশের হুমকি ধমকী দিচ্ছেন বলেও অভিযোগে উল্লেখ করেন।
তাই তিনি বাধ্য হয়ে গত ৪ ফেব্রুয়ারী রাতে চাঁদপুর সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন, যার নং- ২৪০।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রুমিকে নিয়ে অসামাজিক স্ট্যাটাস সম্পর্কে তিনি বলেন, আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার, কিন্তু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে। কিন্তু এ ধরনের কুরুচিপূর্ণ মনমানসিকতা শিকার যেনো আর কোনো নারী না হয়। আমি এঘটনার সুষ্ঠ বিচার চাই।
অভিযোগ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রশীদের সাথে কথা হলে তিনি বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ আমরা পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অপরদিকে উল্লেখিত বিষয়ে সচেতন নারী সমাজ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহবান জানান।