হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার ৬নং বড়কুল ইউনিয়নের দক্ষিণ বড়কুল মোহনপুর বেপারী বাড়ীতে এ ঘটনা ঘটে।
সে ৪ নং কালচোঁ ইউনিয়নের বাজনাখাল গাজী বাড়ীর সৌদি প্রবাসী কাউছার গাজীর ২য় ছেলে আবু তাহের আদনান।
মৃত শিশুর মামা সৌদি প্রবাসী ওমর ফারুক জানান, তার একমাত্র বোন ফাতেমা আক্তার বাবার বাড়ীতে বেড়াতে আসেন। খেলতে গিয়ে ভাগিনা আবু তাহের আদনান পুকুরে পড়ে যায়। পরে বহু খোঁজাখোঁজির পর পুকুরে শিশুটির মরদেহ ভেসে উঠলে তাকে উদ্ধার করে স্থানীয়রা।
পরে এলাকাবাসীর সহযোগিতায় হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাজীগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর জানান, আবু তাহের আদনান নামের একটি শিশুকে হাসপাতালের আনার আগেই মৃত্যু হয়েছে।
তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।