শাহরাস্তিতে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে বিভিন্ন হাট বাজার মনিটরিং করেছেন উপজেলা প্রশাসনের এসিল্যান্ড রেজওয়ানা চৌধুরী।
গত দুইদিন ধরে উপজেলা প্রশাসন শাহরাস্তি পৌর শহরের দোয়াভাঙ্গা, কালিয়াপাড়া, ঠাকুর বাজার, মেহের কালীবাড়ি বাজারে এই অভিযান পরিচালনা করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি বিভিন্ন অজুহাতে একদল ব্যবসায়ী বিভিন্ন নিত্যপণ্যে সামগ্রীর বাজার দর যুক্তিক দামের বাইরে অতিরিক্ত মুনাফা হাঁকিয়ে নেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠছে।
ওই হিসেবে উপজেলা প্রশাসন শাহরাস্তি পৌরসভার বিভিন্ন হাটবাজারে অভিযান চালিয়ে এ বাজার মনিটরিং করেন।
ওইদিন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ইয়াসির আরাফাতের দিকনির্দেশনায় শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী দ্রুততম সময়ে এই অভিযান পরিচালনা করেন।
ওই সময় তিনি নিত্যপণ্যে সামগ্রীর মধ্যে চাল, ডাল, তেল, ডিম, আদা, পেঁয়াজ, সবজিসহ মাছ, মুরগির বাজার তদারকি করে ওইসব দোকানের বাজারদর, খাদ্য সামগ্রী গুণগত মান, বিভিন্ন অনিয়মের বিষয়ে তাদের সতর্ক করেন দেন। অন্যথায় পরবর্তীতে অভিযুক্ত দোকানিদেরকে ২০০৯ এর তফসিল ভুক্ত আইন ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় বিচারের আওতায় আসতে হবে বলেও জানিয়ে দেন।
এ সময় শাহরাস্তি মডেল থানার সংশ্লিষ্ট অফিসার সহ সঙ্গীয় ফোর্স এ কাজে সহযোগিতা করেন।
সূত্র আরো জানায়, বাজারদর নিয়ন্ত্রণ সহ জনগণের জীবন ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে এইধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে স্থানীয় জনগণ তথা ভোক্তাদের সুবিধার্থে এই ধরনের অভিযান পরিচালনা করায় উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট প্রশাসনকে সাধুবাদ জানান।