চাঁদপুরের শাহরাস্তি উপজেলার এক ব্যাংক কর্মকর্তা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) তার ভাই শেখ মোঃ আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার রাত ১:৩০ মিনিটে রাজধানীর মগবাজার হলি ফ্যামিলি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শেখ সিরাজুল ইসলামের বড় ছেলে মোঃ সাইফুল ইসলাম শেখ রায়শ্রী উত্তর ইউনিয়নের রায়শ্রী গ্রামের শেখ বাড়ির বাসিন্দা। তিনি পদ্মা ব্যাংকের অফিসার পদে কর্মরত ছিলেন।
নিহতের ভাই শেখ আতিকুল ইসলাম জানান, দুই দিন আগে ভাই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। পরে বৃহস্পতিবার রাতেই সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, বৃহস্পতিবার বেলা ২ টায় নিজ এলাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।