ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পৃথিবীর কেউ সারাজীবন ক্ষমতায় থাকতে পারেনি : ইঞ্জি. মমিনুল হক

নিজস্ব প্রতিনিধি : হাজীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১ জানুয়ারী) বিকেলে উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে জেলা বিএনপির সাবেক সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক’র বাসভবনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

Model Hospital

উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হাসানের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. জুয়েল রানা তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সফল সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।

তিনি প্রধান অতিথির বক্তব্য বলেন, সারাদেশে বিএনপি যখন গণতান্ত্রিক পন্থায় শান্তিপূর্ণভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে যাচ্ছে সেই মুহুর্তে সারাদেশে বিএনপির মিছিল মিটিং আলোচনা সভা ও মিলাদ মাহফিল বন্ধ করতে এই বর্তমান সরকার মরিয়া হয়ে উঠেছে।

আমলাদেরকে এবং পুলিশ বাহিনীকে দিয়ে আমাদের অধিকার আদায় বন্ধ করতে চায়। মাঠে যেন কেউ কোন মিছিল মিটিং করতে না পারে সেজন্য সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার ষড়যন্ত্র করছে। বিএনপির একটি নেতা বেঁচে থাকাকালীন একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে দিবে না। যারা আজ ক্ষমতায় গিয়ে মিথ্যা ভোট করে ক্ষমতা পাকাপোক্ত করে থাকতে চায় তারা গণতন্ত্র বোঝে না, গণতন্ত্র কি? পৃথিবীর কেউ সারাজীবন ক্ষমতায় থাকতে পারেনি। এই সরকারও ক্ষমতায় থাকতে পারবেনা। হত্যা, গুম আর রাষ্ট্রের টাকায় লুটপাট শুরু করেছে। একদিন তাদেরকেও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

তিনি আরো বলেন, খালেদা জিয়ার মুক্তি না মিললে আমাদের কাহারো মুক্তি মিলবেনা। ভবিষ্যতে আন্দোলন সংগ্রামে ছাত্রদলের ভূমিকা সবচেয়ে বেশি থাকতে হবে। তাহলে খালেদা জিয়া মুক্তি পাবে এবং তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো সম্ভব হবে। তাই আগামী আন্দোলন সংগ্রামে পুলিশকে ভয়ের উর্ধে রেখে রাজপথে ঝাপিয়ে পড়ার জন্য সকলকে প্রস্তুত থাকার জন্য আহবান করছি।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক হাজী ইমাম হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ. রহিম পাটওয়ারী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. খোরশেদ আলম ভুট্টো, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক এম এ নাফের শাহ, মো. হুমায়ন কবির সুমন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মো. বিল্লাল হোসেন বেলাল, পৌর ছাত্রদলের সদস্য সচিব মো. দ্বীন ইসলাম টগরসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে দিনটি উদযাপন করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শিগগির চালু হচ্ছে বাংলাদেশ,পাকিস্তান সরাসরি ফ্লাইট

পৃথিবীর কেউ সারাজীবন ক্ষমতায় থাকতে পারেনি : ইঞ্জি. মমিনুল হক

আপডেট সময় : ০২:২২:২৭ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২

নিজস্ব প্রতিনিধি : হাজীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১ জানুয়ারী) বিকেলে উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে জেলা বিএনপির সাবেক সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক’র বাসভবনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

Model Hospital

উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হাসানের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. জুয়েল রানা তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সফল সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।

তিনি প্রধান অতিথির বক্তব্য বলেন, সারাদেশে বিএনপি যখন গণতান্ত্রিক পন্থায় শান্তিপূর্ণভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে যাচ্ছে সেই মুহুর্তে সারাদেশে বিএনপির মিছিল মিটিং আলোচনা সভা ও মিলাদ মাহফিল বন্ধ করতে এই বর্তমান সরকার মরিয়া হয়ে উঠেছে।

আমলাদেরকে এবং পুলিশ বাহিনীকে দিয়ে আমাদের অধিকার আদায় বন্ধ করতে চায়। মাঠে যেন কেউ কোন মিছিল মিটিং করতে না পারে সেজন্য সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার ষড়যন্ত্র করছে। বিএনপির একটি নেতা বেঁচে থাকাকালীন একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে দিবে না। যারা আজ ক্ষমতায় গিয়ে মিথ্যা ভোট করে ক্ষমতা পাকাপোক্ত করে থাকতে চায় তারা গণতন্ত্র বোঝে না, গণতন্ত্র কি? পৃথিবীর কেউ সারাজীবন ক্ষমতায় থাকতে পারেনি। এই সরকারও ক্ষমতায় থাকতে পারবেনা। হত্যা, গুম আর রাষ্ট্রের টাকায় লুটপাট শুরু করেছে। একদিন তাদেরকেও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

তিনি আরো বলেন, খালেদা জিয়ার মুক্তি না মিললে আমাদের কাহারো মুক্তি মিলবেনা। ভবিষ্যতে আন্দোলন সংগ্রামে ছাত্রদলের ভূমিকা সবচেয়ে বেশি থাকতে হবে। তাহলে খালেদা জিয়া মুক্তি পাবে এবং তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো সম্ভব হবে। তাই আগামী আন্দোলন সংগ্রামে পুলিশকে ভয়ের উর্ধে রেখে রাজপথে ঝাপিয়ে পড়ার জন্য সকলকে প্রস্তুত থাকার জন্য আহবান করছি।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক হাজী ইমাম হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ. রহিম পাটওয়ারী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. খোরশেদ আলম ভুট্টো, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক এম এ নাফের শাহ, মো. হুমায়ন কবির সুমন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মো. বিল্লাল হোসেন বেলাল, পৌর ছাত্রদলের সদস্য সচিব মো. দ্বীন ইসলাম টগরসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে দিনটি উদযাপন করা হয়।