ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

শাহরাস্তি উপজেলা প্রশাসনের গণহত্যা দিবস পালন

শাহরাস্তিতে স্বাধীনতা যুদ্ধ চলাকালীন ২৫ শে মার্চ গণহত্যা দিবস ২০২৪ পালন  উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে (২৫-মার্চ) দিবসটির তাৎপর্য নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয় ।
সংশ্লিষ্ট সূত্র জানায়,ওইদিন জাতীয় কর্মসূচির অংশ হিসেবে শাহরাস্তি উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাতের সভাপ্রদানে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
একই দিন মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শাহরাস্তি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সভা প্রদানে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এতে সরকারি নিয়ম নীতির আলোকে দিবসটি পালনে সকল প্রস্তুতির বিষয়ে সংশ্লিষ্টের জানান দেওয়া হয়।
পরে দিবসটির তাৎপর্য ব্যাখ্যা করে উপজেলা নির্বাহি অফিসার তার বক্তব্যে বলেন, ২৫ শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী গণহত্যা চালিয়ে চিন্তা করেছিল সব শেষ হয়ে যাবে। কিন্তু বাঙালি বীরের জাতি, তাদের সেই চিন্তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে “বাংলার” দামাল ছেলেরা সেদিন ঠিকই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। যার ফলশ্রুতিতে আমাদের বিজয় হায় ত্বরান্বিত। আজ আমরা ওই দিবসটি স্মরণে নিয়ে জীবন উৎসর্গকারী বীরদের আত্মার মাগফেরাত কামনা করি।
একই সঙ্গে কষ্টে অর্জিত স্বাধীনতার শুফল কাজে লাগিয়ে এই দেশটিকে সমৃদ্ধিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলি।
এছাড়া তিনি উক্ত নির্বাচনী এলাকার সাংসদ মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তমের স্বাধীনতা সংগ্রামে ১নং সেক্টরের সেক্টর কমান্ডারের দায়িত্ব থেকে সম্মুখযুদ্ধা হিসেবে যে অবদান রেখেছিলেন তার জন্য কৃতজ্ঞচিত্তে “কিংবদন্তি” বীরসেনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান শেফালী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী, পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ, ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার।
উপজেলা সহকারি নির্বাচনী কর্মকর্তা চয়ন চন্দ্র সরকারের সঞ্চালনায় ওই সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ, সমাজসেবা অফিসার আবু ইসহাক, উপজেলা কৃষি অফিসার আয়েসা আক্তার, পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ মোবারক হোসেন, উপজেলা মৎস্য অফিসার তৌসিব উদ্দিন, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃষ্ণ চন্দ্র দাস, শাহরাস্তি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আবদুল্লাহ আল শামীম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী মোঃ রুহুল আমিন, প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি মোহাম্মদ শাহজাহান সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারী, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের বিশিষ্ট জন ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
ট্যাগস :

তীব্র গরমে চেয়ারম্যান প্রার্থী অ্যাড. হুমায়ুন কবির সুমনের ঠান্ডা পানি ও স্যালাইন বিতরণ

শাহরাস্তি উপজেলা প্রশাসনের গণহত্যা দিবস পালন

আপডেট সময় : ১০:২৩:২২ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪
শাহরাস্তিতে স্বাধীনতা যুদ্ধ চলাকালীন ২৫ শে মার্চ গণহত্যা দিবস ২০২৪ পালন  উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে (২৫-মার্চ) দিবসটির তাৎপর্য নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয় ।
সংশ্লিষ্ট সূত্র জানায়,ওইদিন জাতীয় কর্মসূচির অংশ হিসেবে শাহরাস্তি উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাতের সভাপ্রদানে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
একই দিন মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শাহরাস্তি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সভা প্রদানে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এতে সরকারি নিয়ম নীতির আলোকে দিবসটি পালনে সকল প্রস্তুতির বিষয়ে সংশ্লিষ্টের জানান দেওয়া হয়।
পরে দিবসটির তাৎপর্য ব্যাখ্যা করে উপজেলা নির্বাহি অফিসার তার বক্তব্যে বলেন, ২৫ শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী গণহত্যা চালিয়ে চিন্তা করেছিল সব শেষ হয়ে যাবে। কিন্তু বাঙালি বীরের জাতি, তাদের সেই চিন্তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে “বাংলার” দামাল ছেলেরা সেদিন ঠিকই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। যার ফলশ্রুতিতে আমাদের বিজয় হায় ত্বরান্বিত। আজ আমরা ওই দিবসটি স্মরণে নিয়ে জীবন উৎসর্গকারী বীরদের আত্মার মাগফেরাত কামনা করি।
একই সঙ্গে কষ্টে অর্জিত স্বাধীনতার শুফল কাজে লাগিয়ে এই দেশটিকে সমৃদ্ধিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলি।
এছাড়া তিনি উক্ত নির্বাচনী এলাকার সাংসদ মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তমের স্বাধীনতা সংগ্রামে ১নং সেক্টরের সেক্টর কমান্ডারের দায়িত্ব থেকে সম্মুখযুদ্ধা হিসেবে যে অবদান রেখেছিলেন তার জন্য কৃতজ্ঞচিত্তে “কিংবদন্তি” বীরসেনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান শেফালী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী, পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ, ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার।
উপজেলা সহকারি নির্বাচনী কর্মকর্তা চয়ন চন্দ্র সরকারের সঞ্চালনায় ওই সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ, সমাজসেবা অফিসার আবু ইসহাক, উপজেলা কৃষি অফিসার আয়েসা আক্তার, পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ মোবারক হোসেন, উপজেলা মৎস্য অফিসার তৌসিব উদ্দিন, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃষ্ণ চন্দ্র দাস, শাহরাস্তি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আবদুল্লাহ আল শামীম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী মোঃ রুহুল আমিন, প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি মোহাম্মদ শাহজাহান সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারী, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের বিশিষ্ট জন ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।