ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ফরিদগঞ্জ চার জুয়াড়ি আটক

  • এস এম ইকবাল
  • আপডেট সময় : ০৫:২৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪
  • 1089
চাঁদপুরের ফরিদগঞ্জে অভিযান পরিচালনা করে চার জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- গাজীপুর এলাকার মৃত অলি আহাম্মদের ছেলে মোঃ সেলিম (৩৪), দিঘলদী এলাকার মৃত আবু গাজীর ছেলে কুদ্দুস গাজী (৫০), একই এলাকার মফিজুল ইসলামের ছেলে দুখু মিয়া (৩০) এবং বাচ্চু শেখের ছেলে রাব্বি শেখ (২৭)।
বুধবার (২০ মার্চ) রাত ১১ টার দিকে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের দীঘলদি এলাকা থেকে তাদের আটক করা হয়।
ফরিদগঞ্জ থানার এএসআই সাদ্দাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ০৩নং ওয়ার্ডস্থ দীঘলদী গ্রামের দাস বাড়ীর পিছনে পরিত্যক্ত বিল্ডিং ঘরের পাশে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
অভিযানে জুয়া খেলা অবস্থায় চার জুয়াড়িকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৮ পিস তাস, ১ টি মোটরসাইকেল ও নগদ ১ হাজার ৬’ শ ৭০ টাকা উদ্ধার করা হয়।
আটককৃতরা পেশাদার জুয়াড়ি। দীর্ঘদিন ধরে তারা জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিল।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, চার জুয়াড়িকে আটক করে জুয়া আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।
ট্যাগস :

হাইমচরে নুরুল ইসলাম পাটওয়ারীর মৃত্যুতে বিভিন্ন মহলে শোক: জানাযায় হাজারো মানুষ

ফরিদগঞ্জ চার জুয়াড়ি আটক

আপডেট সময় : ০৫:২৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪
চাঁদপুরের ফরিদগঞ্জে অভিযান পরিচালনা করে চার জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- গাজীপুর এলাকার মৃত অলি আহাম্মদের ছেলে মোঃ সেলিম (৩৪), দিঘলদী এলাকার মৃত আবু গাজীর ছেলে কুদ্দুস গাজী (৫০), একই এলাকার মফিজুল ইসলামের ছেলে দুখু মিয়া (৩০) এবং বাচ্চু শেখের ছেলে রাব্বি শেখ (২৭)।
বুধবার (২০ মার্চ) রাত ১১ টার দিকে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের দীঘলদি এলাকা থেকে তাদের আটক করা হয়।
ফরিদগঞ্জ থানার এএসআই সাদ্দাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ০৩নং ওয়ার্ডস্থ দীঘলদী গ্রামের দাস বাড়ীর পিছনে পরিত্যক্ত বিল্ডিং ঘরের পাশে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
অভিযানে জুয়া খেলা অবস্থায় চার জুয়াড়িকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৮ পিস তাস, ১ টি মোটরসাইকেল ও নগদ ১ হাজার ৬’ শ ৭০ টাকা উদ্ধার করা হয়।
আটককৃতরা পেশাদার জুয়াড়ি। দীর্ঘদিন ধরে তারা জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিল।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, চার জুয়াড়িকে আটক করে জুয়া আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।