ভেন্টিলেটর ভেঙে চুরির ঘটনার একাধিক মামলার আসামি এবার পালালেন থানাহাজতের ভেন্টিলেটর ভেঙে। বুধবার (৬ ডিসেম্বর) সকালে সিলেটের জকিগঞ্জে এ ঘটনা ঘটে।
পালিয়ে যাওয়া ওই আসামিকে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে থানা ও ডিবি পুলিশ। তবে রাত ৮টা পর্যন্ত তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
অভিযুক্ত আসামির নাম রাসেল আহমদ রাসু (২৪)। তিনি জকিগঞ্জ পৌর এলাকার বিলেরবন্দ গ্রামের আলকাছ মিয়ার ছেলে। রাসেল একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, তার বিরুদ্ধে করা প্রায় সবকটি মামলায় ভেন্টিলেটর ভেঙে চুরির অভিযোগ আনা হয়েছে।
জকিগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে জকিগঞ্জ পৌর এলাকা থেকে রাসেল আহমদ রাসুকে গ্রেফতার করেন জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শামসুল হক সুমন। পরে তাকে থানাহাজতে রাখা হয়। সকাল ১০টার দিকে তাকে হাজতের কক্ষে না পাওয়ার বিষয়টি নজরে আসে পুলিশের। এসময় হাজতকক্ষের ভেন্টিলেটর ভাঙা অবস্থায় দেখতে পান পুলিশ সদস্যরা।
এ ঘটনার পর থেকে তাকে ফের গ্রেফতার করতে থানা ও ডিবি পুলিশ সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালান। তবে রাত ৮টা পর্যন্ত তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
জকিগঞ্জ থানার এসআই শামসুল হক সুমন জাগো নিউজকে বলেন, ‘এ বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি না। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবকিছু বলবে।’ তবে অভিযুক্ত রাসেল আহমদ রাসুকে আজ সকালে তিনি গ্রেফতার করেছেন বলে নিশ্চিত করেন।
ভেন্টিলেটর ভেঙে পালিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ জাগো নিউজকে বলেন, ‘পুলিশ সদস্যরা অবরোধের কারণে মাঠে ডিউটিতে চলে যান। সেই সুযোগে থানাহাজতের ভেন্টিলেটর ভেঙে সে পালিয়ে যায়। তাকে ফের গ্রেফতার করতে আমাদের অভিযান চলছে। যে কোনো সময় তাকে গ্রেফতার করা হবে।’
ওসি আরও বলেন, ‘রাসেল সিঁদ কাটা ও ভেন্টিলেটর ভেঙে চুরিতে খুবই পারদর্শী। তার বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে।’