ঢাকা ১২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

হাজীগঞ্জে শিক্ষক সমিতির ভবন ও সম্পত্তি রক্ষায় শিক্ষকদের মানববন্ধন

চাঁদপুরের হাজীগঞ্জে সমিতির সম্পত্তি রক্ষায় মানববন্ধন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বুধবার বেলা ১১টায় হাজীগঞ্জ বাজারস্থ স্টেশন রোডে অবস্থিত প্রাথমিক শিক্ষক সমিতির ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমিতির ভবন দখলের পাঁয়তারার অভিযোগ পেয়ে শিক্ষকরা সেখানে উপস্থিত হন।
এ সময় তারাপাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. সফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামাল হোসাইন চৌধুরী।
সদস্যের মধ্যে বক্তব্য রাখেন, নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহসান হাবিব মজুমদার, বলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. মাসুদ হোসেন প্রমুখ।
তারা অভিযোগ করে বলেন, মূল্যমান সম্পত্তি হওয়ায় আমাদের এই ভূমি দখলের জন্য একশ্রেণির ভূমি খেকো দীর্ঘদিন অপচেষ্টা আসছিল। সবশেষ হাজীগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ সফিকুল ইসলাম মীর গংরা আমাদের ভূমি দখলে নেওয়ার জন্য আদালতে মামলা করেন।
ওই মামলায় আমরা ছাম চেয়েছি। কমিশনার নিয়োগের মাধ্যমে তদন্ত ও রিপোর্টও হয়েছে। আমরা ওই রিপোর্টের আপত্তি জানিয়ে আদালতে আবেদন করেছি। এছাড়াও এই সম্পত্তির উপর আমাদের একটি মামলা রয়েছে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে। এ মামলার এখনো নিষ্পপ্তি হয়নি। অথচ সফিকুল ইসলাম মীর গংরা আজ আমাদের দখলীয় সম্পত্তি দখলের জন্য অপচেষ্টা করছেন বলে জানতে পেরেছি।
নেতৃবৃন্দ বলেন, আমাদের সম্পত্তি রক্ষায় আজ (বুধবার) সমিতির ভবনে আমরা শিক্ষকরা হাজির হয়েছি, মানববন্ধন করছি। এই মানববন্ধনের মাধ্যমে আমরা আমাদের সম্পত্তি রক্ষায় আপনাদের (সাংবাদিক) মাধ্যমে আদালত, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সু-দৃষ্টি কামনা করছি।
মানববন্ধনে শিক্ষক সমিতির সদস্য ও প্রধান শিক্ষক মঞ্জিল হোসেন, কামরুন নাহার, হেদায়েত উল্যাহ্, তুহিন হায়দার, আবুল খায়ের খাঁন, খিজির আহমেদ, আব্দুল হক ও জুলফিকার আলী, সহকারী শিক্ষক এমরান হোসেন সুমন, মঞ্জুর আলম, ফারজানা আক্তার, সাইফুল ইসলাম, শহীদুল্লাহ, মঞ্জুর মাওলাসহ শিক্ষক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফরিদগঞ্জে সালাতুল ইস্তেসকার নামাজ আদায়

হাজীগঞ্জে শিক্ষক সমিতির ভবন ও সম্পত্তি রক্ষায় শিক্ষকদের মানববন্ধন

আপডেট সময় : ০৮:৩০:২৮ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩
চাঁদপুরের হাজীগঞ্জে সমিতির সম্পত্তি রক্ষায় মানববন্ধন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বুধবার বেলা ১১টায় হাজীগঞ্জ বাজারস্থ স্টেশন রোডে অবস্থিত প্রাথমিক শিক্ষক সমিতির ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমিতির ভবন দখলের পাঁয়তারার অভিযোগ পেয়ে শিক্ষকরা সেখানে উপস্থিত হন।
এ সময় তারাপাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. সফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামাল হোসাইন চৌধুরী।
সদস্যের মধ্যে বক্তব্য রাখেন, নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহসান হাবিব মজুমদার, বলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. মাসুদ হোসেন প্রমুখ।
তারা অভিযোগ করে বলেন, মূল্যমান সম্পত্তি হওয়ায় আমাদের এই ভূমি দখলের জন্য একশ্রেণির ভূমি খেকো দীর্ঘদিন অপচেষ্টা আসছিল। সবশেষ হাজীগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ সফিকুল ইসলাম মীর গংরা আমাদের ভূমি দখলে নেওয়ার জন্য আদালতে মামলা করেন।
ওই মামলায় আমরা ছাম চেয়েছি। কমিশনার নিয়োগের মাধ্যমে তদন্ত ও রিপোর্টও হয়েছে। আমরা ওই রিপোর্টের আপত্তি জানিয়ে আদালতে আবেদন করেছি। এছাড়াও এই সম্পত্তির উপর আমাদের একটি মামলা রয়েছে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে। এ মামলার এখনো নিষ্পপ্তি হয়নি। অথচ সফিকুল ইসলাম মীর গংরা আজ আমাদের দখলীয় সম্পত্তি দখলের জন্য অপচেষ্টা করছেন বলে জানতে পেরেছি।
নেতৃবৃন্দ বলেন, আমাদের সম্পত্তি রক্ষায় আজ (বুধবার) সমিতির ভবনে আমরা শিক্ষকরা হাজির হয়েছি, মানববন্ধন করছি। এই মানববন্ধনের মাধ্যমে আমরা আমাদের সম্পত্তি রক্ষায় আপনাদের (সাংবাদিক) মাধ্যমে আদালত, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সু-দৃষ্টি কামনা করছি।
মানববন্ধনে শিক্ষক সমিতির সদস্য ও প্রধান শিক্ষক মঞ্জিল হোসেন, কামরুন নাহার, হেদায়েত উল্যাহ্, তুহিন হায়দার, আবুল খায়ের খাঁন, খিজির আহমেদ, আব্দুল হক ও জুলফিকার আলী, সহকারী শিক্ষক এমরান হোসেন সুমন, মঞ্জুর আলম, ফারজানা আক্তার, সাইফুল ইসলাম, শহীদুল্লাহ, মঞ্জুর মাওলাসহ শিক্ষক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।