নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর শহরের মিশন রোড এলাকার সফিকুর রহমান পাটওয়ারীর মালিকানাধীন পাটওয়ারী প্লাজার ২টি ভবনে চুরি করে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করায় সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ উন্নয়ন ও বিক্রয় কেন্দ্র (পিডিবি)।
বুধবার প্রায় ৪ ঘন্টাব্যাপি চাঁদপুর বিদ্যুৎ উন্নয়ন ও বিক্রয় কেন্দ্রের নির্বাহী প্রকৌশলীর নির্দেশে অবৈধ সংযোগ বিচ্ছিন্নে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর বিদ্যুৎ উন্নয়ন ও বিক্রয় কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোঃ মুকতাদির ও সাইফুল ইসলামসসহ অন্যান্য সদস্যরা।
চাঁদপুর বিদ্যুৎ উন্নয়ন ও বিক্রয় কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোঃ মুকতাদির ও সাইফুল ইসলাম জানায়, শহরের মিশন রোড এলাকার সফিকুর রহমান পাটওয়ারীর মালিকানাধীন পাটওয়ারী প্লাজায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সময় সফিকুর রহমান পাটওয়ারী আমাদেরকে বলেন, এই ভবনে কোন অবৈধ সংযোগ নেই, পাশের ভবনে অবৈধ সংযোগ আছে বলে আমাদেরকে সেই ভবনে নিয়ে যায়।
সেখানে গিয়ে দেখা যায়, অতিরিক্ত তারের মাধ্যমে এসি ও মটর ব্যবহার করে। পরে পাটওয়ারী প্লাজায় ঘুরে দেখা যায়, আম্বারা ইন্টারনেট অফিস আবাসিক মিটার দিয়ে পরিচালনা করে। ২টি ভবনে চুরি করে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করায় সংযোগ বিচ্ছিন্ন করে মিটার নিয়ে আসা হয়। অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করায় ২ মিটারে প্রায় ৩ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে এ বিষয়ে বিদ্যুৎ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, এরপূর্বেও সফিকুর রহমান পাটওয়ারীর মালিকানাধীন পাটওয়ারী প্লাজায় অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় ৩০টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।