স্টাফ রিপোর্টার : অরাজনীতিক সামাজিক সংগঠন সোনালী সুদিন সমাজকল্যাণ সংস্থার উদ্যােগে অসহায় দুস্থদের মাঝে সেলাই মিশন বিতরণ করেছেন।
সংগঠনের পক্ষ থেকে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে দুস্থ্যদের মাঝে সেলাই বিতরণ করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ হানিফের সভাপতিত্বে সেলাই মেশিন বিতরণে চাঁদপুর জেলার প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন চন্দ্র নন্দী, চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর খায়রুল ইসলাম নয়ন, সংগঠনের ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন তানভীর, সাংগঠনিক সচিব শামছুল আলম রাজু, হালিমা আক্তার, আয়েশা আক্তার, আবু সোহান প্রমুখ।
এ সময় প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন চন্দ্র নন্দী বলেন, সোনালী সুদিন সংগঠনটি অসহায় প্রতবন্ধীদের নিয়ে ব্যাপক কাজ করে। প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত প্রতিবন্ধীদের ভাসমান মোবাইল থ্যারাপি কার্যক্রমে এই সংগঠনের সভাপতি আমাদের সার্বিকভাবে সহযোগিতা করেন।
এই সংগঠন আমাদের কাছে প্রতিবন্ধীদের জন্য হুইলচেয়ার, সাদাছড়ি, হেয়ারিং এইড আবেদন করলে আমরা দিয়ে থাকি।