এস. এম ইকবাল : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগ।
১৫ আগস্ট সোমবার সকালে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধু ম্যুরালে উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকী বিল্লাহ সোহাগের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতার এই মহান স্থপতির প্রতি শ্রদ্ধা জানান উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।
এদিন সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদের সামনে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাচ ধারণ করে এবং দুপুরে অসচ্ছল, এতিম ও দুস্থ মানুষদের মাঝে খাদ্য বিতরণ করবে ছাত্রলীগ নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ নেতা নূরে আলম, ইউনিয়ন ছাত্রলীগ নেতা রনি, শাকিল, তুহিন, তানভীর, ইমরান, মাহফুজ, হাসান, হাবিব ইয়াছিন আরাফাত, রকি ছাড়াও উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মী প্রমূখ।