নিজস্ব প্রতিনিধি : হাজীগঞ্জ বাজারের হকার্স মার্কেটের গরুর মাংস ব্যবসায়ী আবুল ফারাহর ছেলে মহসিন। ইয়াবা মামলায় সাত বছরের সাজা হয়। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
সে হাজীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড মকিমাবাদ এলাকার বাসিন্দা।
হাজীগঞ্জ থানার এএসআই আবদুল্লাহ আল আমিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মহসীনের সাত বছরের সাজা হয়েছে। তাকে গ্রেফতার করে শুক্রবার চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, মহসিনের বিরুদ্ধে মোট সাতটি মামলা রয়েছে। গরু চুরির তিনটি মামলা। দুইটি মাদক মামলা, একটি ডাকাতি প্রস্তুতি মামলা ও অপরটি অস্ত্র আইনে মামলা রয়েছে। ২০১৮ সালে ১৭শ’ পিচ ইয়াবাসহ গ্রেফতার হন মহসিন। ওই মামলায় তার সাত বছরের সাজা দেয় বিজ্ঞ আদালত।
হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) ইব্রাহীম খলিল জানান, মহসীনসহ বৃহস্পতিবার দিবাগত রাতে ওয়ারেন্টভুক্ত মোট আটজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সবাইকে শুক্রবার সকালে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।