মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর বারের সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট রুহুল আমিন শারীরিক অসুস্থ হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মঙ্গলবার সকালে তাকে দেখতে আসেন ও খোঁজ খবর নেন চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিনকে দেখতে যান এবং দীর্ঘক্ষন হাসপাতালে তার শয্যা পাশে ছিলেন সাংসদ।
এসময় তিনি দায়িত্বরত চিকিৎসকদের কাছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিনের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। সেই সাথে দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।