মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার ‘বীর নিবাস’ প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মুজিববর্ষ ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে দ্বিতীয় পর্যায় উপজেলার ৮৮ জন বীর মুক্তিযোদ্ধা পাবেন বীর নিবাস।
মঙ্গলবার (২৮ জুন) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মতলব উত্তর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল হাসান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান তপু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাম্মেল হক।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান বলেন, মুজিববর্ষে প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে দ্বিতীয় পর্যয়ে কাউখালীথে ৮৮ জন বীর মুক্তিযোদ্ধাদের প্রতিটি ভবনের জন্য ১৪ লাখ ১০ হাজার ৩৮১ টাকা বরাদ্ধ দিয়েছেন। প্রতিটি বীর নিবাসে থাকবে ২টি শয়নকক্ষ, ১টি ডাইনিং রুম, ১টি কিচেন এবং ২টি বাথরুম। ইতোমধ্যে যাচাই-বাছাই চূড়ান্ত শেষে টেন্ডার প্রক্রিয়া শেষ হয়ে গেছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, মুজিববর্ষ উপলক্ষে মতলব উত্তর উপজেলায় দ্বিতীয় পর্যায়ে ৮৮ জন বীর মুক্তিযোদ্ধারা পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পক্ষ থেকে একতলা বিশিষ্ট এই নান্দনিক ঘর। এর আগে প্রথম পর্যায়ে ১২ জন বীর মুক্তিযোদ্ধার জন্য বীর নিবাস তৈরি হয়েছে। পর্যায়ক্রমে তালিকাভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের বীর নিবাস উপহার দেয়া হবে।