এস. এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে বিভিন্ন অপরাধে ৩ ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
৭ জুন মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমুন নেছা।
দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন- ফরিদগঞ্জ বাজারের মাষ্টার ট্রেডার্স লাইসেন্স নবায়ন না করায় ৪ হাজার টাকা, হাজী ছিটু বেপারী ট্রেডার্সকে ২ হাজার টাকা এবং মাইনুদ্দিন ট্রেডার্সকে ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী অফিসার তাসলিমুন নেছা জানান, ব্যবসায়ীর লাইসেন্স নবায়ন না থাকায় তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। আগামী দিনেও এ অভিযান অব্যাহত থাকবে।