মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ-২০২২ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭- জুন) সকালে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের কর্মকর্তা টি আই পিন্টু চন্দ্র দাশের সঞ্চালনায় উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আয়শা আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি উজ্জ্বল কুমার পাল ।
তিনি বক্তব্যে বলেন, দেশের যেকোনো পরিস্থিতিতে নিরলসভাবে এ বাহিনী সেবা দিয়ে যাচ্ছে। আগামী দিনগুলিতে আনসার-ভিডিপির সদস্যরা এ সেবা অব্যাহত রাখবে। পরবর্তীতে এই সমাবেশে মূল্যায়ন কমিটির বিবেচনায় চৌকস আনসার সদস্যদের কর্মের মূল্যায়ন কথা তিনি পুনর্ব্যক্ত করেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান, মৎস্য কর্মকর্তা তৌসিব উদ্দিন, উপজেলা আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক সোলেমান মজুমদার, উপজেলা আনসার বিডিপি কর্মকর্তা তুলসী দেবনাথ, কমান্ডার আব্দুস সাত্তার (পিএম বার) সহ অত্র উপজেলা আনসার ভিডিপির সাথে যুক্ত কর্মকর্তা-কর্মচারী সদস্য বৃন্দ।
উল্লেখ্য, উক্ত সমাবেশে বিভিন্ন ক্যাটাগরিতে কর্মক্ষেত্র সফলতার জন্য আনসার ভিডিপি সদস্যদের ২ টি বাইসাইকেল, সেলাই মেশিন, ছাতা সহ হরেক রকম উপঢৌকন ক্রেস্ট দিয়ে পুরস্কৃত করা হয়।