রাফিউ হাসান হামজা : চাঁদপুরের শাহরাস্তির ওয়ারুক মৌলভীবাজার (রাড়া) রেল স্টেশনে সড়ক দুর্ঘটনায় মোঃ হাসান আখন্দ (২২) নামক ১ যুবক নিহত হয়েছে।
সোমবার রাত ৩ টায় কুমিল্লা – চাঁদপুর আঞ্চলিক মহসড়কের রাড়া জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা ও মনির ফিলিং স্টেশনের সামনে কর্মরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় সে মারা যায়।