মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
সোমবার ৬ জুন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে ভোট প্রয়োগ করেন ভোটাররা। নির্বাচনে প্রিজাইটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল কাইয়ুম খান ও সহকারী প্রিজাইটিং অফিসারের দায়িত্ব পালন করেন পল্লী সঞ্চয় ব্যাংকের সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম।
ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। উক্ত নির্বাচনে অভিভাবক পুরুষ পদে ৯ জন অংশগ্রহণ করে। মোট ভোটারের সংখ্যা ৭১৯ জন। তাদের মধ্যে অভিভাবক সদস্য পুরুষ পদে মো. গোলাম কিবরিয়া ২৯৮ ভোট পেয়ে প্রথম, সোহরাব হোসেন ২২৩ ভোট পেয়ে ২য়, মো. বাদশা মিয়া ২১২ ভোট পেয়ে ৩য় ও মো. জাকির হোসেন মানিক মোল্লা ২০৭ ভোট পেয়ে চতুর্থ হয়ে নির্বাচনে জয় লাভ করেন এবং শামিমা নাছরিন সুহিনুর বিনা প্রতিদ্বন্দিতায় মহিলা অভিবাবক সদস্য পদে নির্বাচিত হয়।
এছাড়া এসএম মাহবুবুর রহমান ১৬৯ ভোট, মো. আলাউদ্দিন ১২৮ ভোট, আবুল বাশার ৯৯ ভোট, মো. আলী মিয়াজি ৯৭ ভোট, ও মো. লিটন সরদার ৪৭ ভোট পান।
প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হওয়ায় সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।