ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

টুটুল ভাই স্মরণে

——— মোঃআবুল কাসেম ———
     (মৃত্যু সকাল ৯.৩০ মিনিটে)
টুটুল ভাইয়ের মত ভাল মানুষ
আমি দেখেছি বিরল,
কথায় আর কাজে কর্মে ছিলেন
খুবই সহজ সরল।
আর,কখনো কি হবে দেখা
প্রাণের এই মানুষটির সাথে
দোয়া রইল অফুরান তাঁর জন্য
পরপারে তিনি যেন ভাল থাকেন
অফুরন্ত শান্তির সাথে।
কথায় ও কাজে এতো সোচ্চার
দেখিনি কভু কাউকে,
তিনি ছিলেন গরীবের বন্ধু
এতিমদের পাশে নিয়ে খাইতে।
সদাহাস্যোজ্বল এমন মানুষ
সমাজে আজ বিরল,
সবার সাথে সখ্যতা ছিল
তাই কেউ কিছু চেয়ে কখনো
তার কাছে হয়নিকো বিফল।
স্ত্রী সন্তান স্বজনেরা শোকে মূহ্যমান
এমন মানুষ,কে হারাতে চায়,
তবু সৃষ্টি কর্তাই অতি মেহেরবান
যখন তিনি যা করে যান।
মৃত্যু নামক কঠিন এবং বাস্তব সত্য
কে বা মানিতে চায়,
জন্ম হলে মৃত্যু হবে
এ সত্যটা সকলেরই মানতে হয়।।
চাঁদপুর,
০৪.০৬.২০২২।
ট্যাগস :

বন্যা পরিস্থিতি উন্নতি হলে, জীবন ও জীবিকার প্রতি গুরুত্ব দিতে হবে : ডিসি মোহসীন উদ্দিন

টুটুল ভাই স্মরণে

আপডেট সময় : ০৬:১০:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
——— মোঃআবুল কাসেম ———
     (মৃত্যু সকাল ৯.৩০ মিনিটে)
টুটুল ভাইয়ের মত ভাল মানুষ
আমি দেখেছি বিরল,
কথায় আর কাজে কর্মে ছিলেন
খুবই সহজ সরল।
আর,কখনো কি হবে দেখা
প্রাণের এই মানুষটির সাথে
দোয়া রইল অফুরান তাঁর জন্য
পরপারে তিনি যেন ভাল থাকেন
অফুরন্ত শান্তির সাথে।
কথায় ও কাজে এতো সোচ্চার
দেখিনি কভু কাউকে,
তিনি ছিলেন গরীবের বন্ধু
এতিমদের পাশে নিয়ে খাইতে।
সদাহাস্যোজ্বল এমন মানুষ
সমাজে আজ বিরল,
সবার সাথে সখ্যতা ছিল
তাই কেউ কিছু চেয়ে কখনো
তার কাছে হয়নিকো বিফল।
স্ত্রী সন্তান স্বজনেরা শোকে মূহ্যমান
এমন মানুষ,কে হারাতে চায়,
তবু সৃষ্টি কর্তাই অতি মেহেরবান
যখন তিনি যা করে যান।
মৃত্যু নামক কঠিন এবং বাস্তব সত্য
কে বা মানিতে চায়,
জন্ম হলে মৃত্যু হবে
এ সত্যটা সকলেরই মানতে হয়।।
চাঁদপুর,
০৪.০৬.২০২২।