মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের চার বারের সাবেক সংরক্ষিত মহিলা সদস্য ও চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আনোয়ারা বেগম (৬০) ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহি………রাজীউন।
শুক্রবার (২৭ মে) দুপুর ৩টার দিকে নিজ বাড়িতে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে নাতি নাতনিসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। একইদিন রাত ৯টায় ছোট সুন্দর পাটওয়ারী বাড়ী জামে মসজিদ ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের জানাজা নামাজে চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ মাহবুবুর রহমান পাটওয়ারী, সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক আইউব আলী বেপারী, সহ প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন, রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আল মামুন লিটু, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী, সদস্য আঃ লতিফ তহশিলদার, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মনির হোসেন, রামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আহসান পাটওয়ারী, সাধারণ সম্পাদক মোহসীন খান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আল আমিন মজুমদার, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মজুমদার, রামপুর ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান মেম্বার, উপজেলা ও ইউনিয়ন আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
জানা যায়, গত কয়েকদিন যাবত তিনি অসুস্থবোধ করছিলেন। পরে তার শারীরিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে ব্রেন স্ট্রোক ও তার ব্রেন ক্যানসার হয়েছে বলে ডাক্তার জানিয়েছেন। তার অবস্থার অবনতি দেখে গত ২৫ এপ্রিল রবিবার রাতে চাঁদপুর সদর হাসপাতালে নিলে ডাক্তার ঢাকার ধানমন্ডির একটি হাসপাতালে রেপার করে। ওখানে চিকিৎসা নিয়ে গত ১০-১২ দিন আগে বাড়িতে এনে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়।
এদিকে আনোয়ারা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগ, রামপুর ইউনিয়ন আ’লীগ ও রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি তারা গভীর সমবেদনা জানান। তার মৃত্যুতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপিসহ উপজেলা এবং ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতাকর্মীর মাঝে নেমে আসে শোকের ছায়া।