এস. এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জসিম উদ্দিন বেপারি (২৮) নামে জেলা ছাত্রলীগের এক নেতার মৃত্যু হয়েছে।
২৬ মে বৃহস্পতিবার সকালে উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের চালিয়াপাড়া এলাকায় একটি মাছের খামারে এ দূর্ঘটনা ঘটে।
নিহত জসিম উদ্দিন ওই এলাকার প্রবাসী হারুনুর রশিদ বেপারির ছেলে। তিনি চাঁদপুর জেলা ছাত্রলীগের উপ-কৃষি বিষয়ক সম্পাদক ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজেদের মাছের খামারে জাল নিয়ে মাছ ধরতে যান জসিম উদ্দিন বেপারি ও প্রতিবেশী বাচ্চু পাটওয়ারীর ছেলে মহিন(২৫) এবং প্রতিবেশী আত্মীয় গুপ্টি পূর্ব ইউনিয়নের ডোমরা এলাকার সেকান্দরের ছেলে মো. সুজন(৩৫)। এ সময় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে পড়ে জসিম উদ্দিন বেপারী। স্থানীয়রা গুরুতর আহতবস্থায় জসিমসহ ৩ জনকে উদ্ধার করে দ্রুত পাশের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক জসিমকে মৃত ঘোষণা করেন এবং একজনকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অন্যজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয়রা আরো জানায়, বিদ্যুতের তারটি অপশাসনর জন্য জসিমসহ এলাকাবাসী তাদের অনেকবার অবহিত করলেও তারা কোন প্রকার কর্ণপত করেনি।
এদিকে জসিম উদ্দিন বেপারীর মৃত্যুতে পরিবারসহ এলাকায় বইছে শোকের মাতম, সন্তানকে হারিয়ে মা শোকে বিহ্বল হয়ে পড়ে।
এ বিষয়ে কামতা সাব-জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম)কে বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহতের বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি জানেননা বলে জানান। পরে তিনি বিষয়টি স্বীকার করেন এবং তার বক্তব্য জানতে চাইলে তিনি সংশ্লিষ্ট বিভাগের কর্তা ব্যক্তিরা বক্তব্য দিবেন বলে এড়িয়ে যান এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ করে দেয়।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বিদ্যুৎস্পৃষ্টে জসিম উদ্দিন বেপারির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।