এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে গোসল করতে গিয়ে আব্দুল মতিন (৭৫) বছরের বৃদ্ধা পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
২৪ মে মঙ্গলবার দুপর ১২ টায় উপজেলার পৌর এলাকার পশ্চিম বড়ালী বাহার বাড়ির মৃত আব্দুল জালালের ছেলে আব্দুল মতিন গোসল করতে গিয়ে মারা যান।
পরিবারের লোকজন জানান, আব্দুল মতিন দীর্ঘদিন যাবত মানসিক রোগে ভুগছিলেন, তিনি মঙ্গলবার দুপুরে নিজ বাড়ির পুকুরে গোসল করতে নেমে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পুকুরে ডুবে যান।
আব্দুল মতিনের স্ত্রী মনোয়ারা বেগম গোসল করতে পুকুরে নামলে তার পায়ের সাথে ধাক্কা লাগে এবং তার ডাক চিৎকারে বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মতিনকে মৃত ঘোষনা করেন।