মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে গরু মোটাতাজাকরণে অ-প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৪- মে) বিকেলে উপজেলা পৌর শহরের সাহেব বাজার এলাকায় শাহরাস্তি যুব উন্নয়নের উদ্যোগে ও জীবন তরী যুব ফাউন্ডেশনের সৌজন্যে এটি অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন “দক্ষ যুবসমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ” আত্মকর্মসংস্থান কর্মসূচির আওতায় বেকার যুবক ও যুবনারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে”এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মমিনুল হক বকাউলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্রোগ্রামে যুক্ত ছিলেন, উপজেলা নির্বাহি অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ন রশিদ।
উক্ত অনুষ্ঠানে নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসেবে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা স্বপন দেবনাথ। তিনি তার বক্তব্যে বলেন, দেশের বিকাশমান অর্থনীতির চালিকাশক্তির বড় হাতিয়ার এই যুবসমাজ। বর্তমানে দেশের জনসংখ্যার বিশাল অংশ যুবক ও যুব মহিলা। সরকার এই যুবসমাজকে যুব উন্নয়নের আওতাধীন বিভিন্ন ট্রেডে প্রাতিষ্ঠানিক – অ-প্রাতিষ্ঠানিক ট্রেনিং ও আর্থিক সহায়তা প্রদান করে উদ্যোক্তা হিসেবে নিজেকে তৈরি করতে নানানভাবে সুযোগ করে দিচ্ছে। চাইলে যে কেউ এ সুযোগ গ্রহণ করে ব্যক্তিগত সচ্ছলতা ও রাষ্ট্রের উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন। আজকের গরু মোটাতাজাকরণের প্রশিক্ষণ কর্মশালাটি তারই অংশ।
অন্যান্য অতিথির মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির, যুব উন্নয়নের চাঁদপুর জেলা প্রশিক্ষক শরিফুল ইসলাম, উপ-সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাশার, সাবেক কাউন্সিলর সমাজসেবক নাজির হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়া, জীবন তরী যুব ফাউন্ডেশনের সভাপতি ছায়েদুল হক সুমন সহ-সভাপতি ফারজানা আক্তার সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সম্পদ সাহা।
পরিশেষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সমাপনী বক্তব্য বলেন, ইতোমধ্যে সাহেব বাজারের জীবন তরী যুব ফাউন্ডেশন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে ঈর্ষান্বিত সফলতা দেখাতে সক্ষম হয়েছে। তারা ইতিমধ্যে মাদক, বাল্যবিয়ে, সন্ত্রাস, ইভটিজিং বিষয়ে সচেতনতা এবং রক্তদান, বনায়ন, করোনাকালীন মুমূর্ষু রোগীকে অক্সিজেন সরবরাহ করে সকলের দৃষ্টি কাড়ে। আজ এই গরু মোটাতাজাকরণের এ প্রশিক্ষণ গ্রহণ করে প্রশিক্ষণার্থীরা উপকৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।