মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ লিটন মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে।
২৩ মে সোমবার মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামালের সার্বিক তত্ত্বাবধানে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ এর তদারকীতে মতলব উত্তর থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ সঙ্গীয় ফোর্সসহ মতলব উত্তর থানাধীন দক্ষিণ সর্দারকান্দি গ্রামের মাদক ব্যবসায়ী লিটন মোল্লাকে তার বসত বাড়ী হইতে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে। আসামী লিটন মোল্লা একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে পূর্বে একাধিকবার মাদকসহ পুলিশের হাতে ধৃত হয়েছিল এবং সাজা ভোগ করেছে।