স্টাফ রির্পোটার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়াডের অধীন উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২২মে (রবিবার) বিদ্যালয়ের সভাকক্ষে বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষিকা নাজমা আক্তারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রধান অতিথি বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, দীর্ঘদিন আমাদের এ বিদ্যালয়ে ভবনের সংকট ছিল। মাননীয় শিক্ষামন্ত্রীর সহযোগিতায় আমরা চারতলা ভবন করেছি। এজন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপিকে।
তিনি বলেন, এ বিদালয়ের রাস্তাটি দিয়ে শিক্ষার্থীরা চলাচল করতে দুর্ঘটনার শিকার হত। আগে এ রাস্তাটি চলাচল অনুপযোগী ছিল। আমি আমার জায়গা দিয়ে রাস্তার বড় করেছি। এটি এ বিদ্যালয়ের মূল প্রবেশ পথ। আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল রাস্তাটি পাকা হবে। আজ তা বাস্তবায়ন হচ্ছে। এজন্য আমি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই। আপনারা রাস্তার কাজটি মনিটরিং করবেন, যাতে কাজ সিডিউল অনুযায়ী হয়। উক্ত রাস্তার বরাদ্দের জন্য স্কুলের পক্ষ থেকে চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:নুরুল ইসলাম নাজিম দেওয়ান ও ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারীকে ধন্যবাদ ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলের, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার, সহকারি শিক্ষিক মো: সোহরাব হোসেন, সহকারি শিক্ষক মো: ইদ্রিস আলী, শিক্ষক প্রতিনিধি ও সহকারি শিক্ষিকা মেহেরুন নেছা, শিক্ষক প্রতিনিধি ও সহকারি শিক্ষিকা রুবিনা আক্তার, শিক্ষক প্রতিনিধি ও সহকারি শিক্ষক দীপঙ্কর দে, সহকারি শিক্ষক নেছার আহমেদ, সহকারি শিক্ষিকা মানচূড়া আক্তারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
এর আগে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বিদ্যালয়ের ঢুকার প্রধান রাস্তাটি সিসি ঢালাই (পাকাকরণের) কাজ পরিদশন করেন । কাজটি সঠিকভাবে করার জন্য ঠিকাদারকে নিদেশ দেন ।