সজীব খান : চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডের বাবুরহাট বাজারে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে কসাই খানার রক্তের বর্জ্যের গন্ধে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। জনগুরুত্বপূর্ন এ মহা সড়কের পাশে গরু জবায়ের স্থান হওয়ায় সেখানে প্রতিনিয়ত কয়েকটি গরু জবাই হচ্ছে, আর সেই গরুর রক্তের বর্জ্যে আশপাশের পরিবেশ দূষণ হয়ে দুর্গন্ধ চার দিকে ছড়াচ্ছে। এর ফলে বাজারে আগত ক্রেতা ও মার্কেট ব্যবসায়ীদের মারাত্মক প্রতিবন্ধকতার সম্মুখীন পড়তে হচ্ছে।
রক্তের দুগন্ধে পরিবেশ দূষিত হয়ে বাবুরহাট বাজারে অবস্থিত বাইতুল ফালাহ (বড় মসজিদ) নামাজের সময় দুর্গন্ধের কারনে মুসল্লিদের নামাজ আদায় করতে চরম ভাবে বিপাকে পড়তে হচ্ছে।
পরিবেশ সংরক্ষণ আইনে এমন স্থানে কসাইখানা করা যায় কিনা, এর বৈধতা রয়েছিনা, এমন প্রশ্ন সর্বস্তরের মানুষের মাঝে ঘুরপাক খাচ্ছে। গরু জবাইয়ের পর বর্জ্যে ভালভাবে পরিষ্কার করা হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।
কসাইখানার বর্জ্যে পানি ময়লা-আবর্জনা খোলা জায়গা অপসারণ করায় দু’র্গন্ধে পাশবর্তী ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্যি করার অযোগ্য হয়ে পড়েছে। যে কোন সময় সংক্রমণ ব্যাধি ছড়িয়ে পড়তে পারে।
বাজারে আগত ক্রেতা ও ব্যবসায়ীরা বলেন, মহা সড়কের পাশে এ ধরনের গরু জবাইয়ের স্থান পরিবেশ দুর্ষন করে তুলেছেন। গরুর বর্জ্যরে গন্ধে দোকানে এবং বাজারে প্রবেশ করতে নাকে হাত দিতে হচ্ছে। গরু জবাইয়ের স্থানটি অন্যত্র স্থানান্তরের জন্য পৌরসভা মেয়রকে জানিয়েছে বলে পথচারীরা জানিয়েছে।