হাজীগঞ্জ প্রতিনিধি : চাঁদপুরের হাজীগঞ্জে ব্যাডমিন্টন কোর্টের তার খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কলেজছাত্রের মৃত্যু হয়।
শুক্রবার (২০ মে)বিকেলে জেলার হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের বেলচোঁ উচ্চ বিদ্যালয় মাঠে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্রের নাম রাকিব হোসেন (১৭)। তার বাড়ি ওই ইউনিয়নের কাজিরখিল গ্রামে। সে হাজীগঞ্জ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানান, গত শীতে রাকিবসহ স্থানীয় যুবকরা বিদ্যালয় মাঠে ব্যাডমিন্টন খেলার কোর্ট বানায়। সেই কোর্টে লাগানো বৈদ্যুতিক তার আর খোলা হয়নি। ওইদিন বিকেলে রাকিব নিজে সেই তার খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারাত্মক আহত হন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কুমিল্লায় রেফার্ড করেন। সেখানে নেয়ার পথে রাকিব মারা যায়।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ জানান, নিহতের মরদেহ থানা হেফাজতে রয়েছে।