স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলা শাহমাহমুদপুর ইউনিয়নের বড় শাহতলী গ্রামের শহিদ গাজীর ছেলে হাফেজ মিলন আত্মহত্যা করেছে। বুধবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, গাজী বাড়ির সংলগ্ন ড্রেজারের ঘরের ভেতরে দিনে কোন এক সময় সে আত্মহত্যা করে। দুপুর দেড়টায় পাশে বাড়ির একজন সেখানে ছাগল বানতে গিয়ে মিলনকে ঝিলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকদের জানান, পরে বিষয়টি স্থানীয়রা ইউনিয়ন পরিষদকে অবগত করলে, পরিষদ চাঁদপুর মডেল থানা পুলিশকে অবগত করেন। পরে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে আসেন।
এলাকাবাসী জানান, ঘটনার দিন হাফেজ মিলন সকাল সাড়ে ৮টা পর্যন্ত দোকানের কাছে আর তার ফার্মের পাশে ড্রেজারের ঘরের পাশে ঘুরপাক করেন।
হাফেজ মিলন ঢাকা থেকে কয়েক বছর পূর্বে বাড়িতে এসে ফল্ট্রিফার্ম দিয়ে সুন্দর ভাবেই জীবন যাবপ করছেন। মৃত্যুকালে হাফেজ মিলন স্ত্রী, একমাত্র কণ্যা সন্তান, বাবা, মা, তিন ভাই, দুই বোনসহ অসংখ্যা আত্মীয় স্বজন রেখে যান।