ঢাকা ১০:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

শীঘ্রই আসছে সোহাগের পরিচালনায় মিউজিক ভিডিও হৃদয়ের পোষা ময়না পাখি

সাইদ হোসেন অপু চৌধুরী : শীঘ্রই আসছে “সোহাগ হাসানের” পরিচালনায় এই প্রজন্মের নবাগত সিঙ্গার “শাওন সিকদারের” কন্ঠে আয় ফিরে আয় মিউজিক ভিডিও।

Model Hospital
সিকদার টিভি  ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পেতে যাচ্ছে “হৃদয়ের পোষা ময়না পাখি ”শিরোনামের স্যাড রোমান্টিক গানের মিউজিক ভিডিওটি।

গাজীপুর পুবাইল বাঁধন শুটিং স্পোর্টে গত ৬ মে  শুক্রবার ভিডিওটির চিত্রধারণ সম্পন্ন হয়।

এতে অভিনয় করেন প্রিন্স হাসান, চাঁদনী, নেয়ামুল, কামরুল, রুমা, জারা ও বিপ্লব।
হৃদয়ের পোষা ময়না পাখি মিউজিক ভিডিওটির প্রযোজনায় ছিলেন জুয়েল খান ও সার্বিক সহযোগিতা করেন এনবি রাজ।

এ প্রসঙ্গে পরিচালক সোহাগ হাসান জানান গানটি হঠাৎ করেই আমার চোখে পড়ে, তাতেই আমার ভালো লাগায় সে গানটির ভিডিও নির্মানের সিদ্ধান্ত নেই এবং ভিডিও নির্মানের কাজ সম্পন্ন করি। আমার কাজটি কেমন হয়েছে তা সম্পূর্ণ বিচারের ভার দর্শকদের উপর। আমি আশাবাদী ভিডিওটি দর্শকদের মনে স্থান করে নিবে।

ট্যাগস :

মাজারে হামলা ডিসিদের ব্যবস্থা নেওয়ার-নির্দেশ

শীঘ্রই আসছে সোহাগের পরিচালনায় মিউজিক ভিডিও হৃদয়ের পোষা ময়না পাখি

আপডেট সময় : ০২:২৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২
সাইদ হোসেন অপু চৌধুরী : শীঘ্রই আসছে “সোহাগ হাসানের” পরিচালনায় এই প্রজন্মের নবাগত সিঙ্গার “শাওন সিকদারের” কন্ঠে আয় ফিরে আয় মিউজিক ভিডিও।

Model Hospital
সিকদার টিভি  ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পেতে যাচ্ছে “হৃদয়ের পোষা ময়না পাখি ”শিরোনামের স্যাড রোমান্টিক গানের মিউজিক ভিডিওটি।

গাজীপুর পুবাইল বাঁধন শুটিং স্পোর্টে গত ৬ মে  শুক্রবার ভিডিওটির চিত্রধারণ সম্পন্ন হয়।

এতে অভিনয় করেন প্রিন্স হাসান, চাঁদনী, নেয়ামুল, কামরুল, রুমা, জারা ও বিপ্লব।
হৃদয়ের পোষা ময়না পাখি মিউজিক ভিডিওটির প্রযোজনায় ছিলেন জুয়েল খান ও সার্বিক সহযোগিতা করেন এনবি রাজ।

এ প্রসঙ্গে পরিচালক সোহাগ হাসান জানান গানটি হঠাৎ করেই আমার চোখে পড়ে, তাতেই আমার ভালো লাগায় সে গানটির ভিডিও নির্মানের সিদ্ধান্ত নেই এবং ভিডিও নির্মানের কাজ সম্পন্ন করি। আমার কাজটি কেমন হয়েছে তা সম্পূর্ণ বিচারের ভার দর্শকদের উপর। আমি আশাবাদী ভিডিওটি দর্শকদের মনে স্থান করে নিবে।